• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হচ্ছে ‘রাঙা বউ’! বিয়ের মরশুমে নিজেই সুখবর দিলেন অভিনেত্রী শ্রুতি দাস

দেখতে দেখতে শেষের পথে জি বাংলার ‘রাঙা বউ’ (Ranga Bou) সিরিয়াল (Bengali Serial)। গল্পে কুশ ও পাখির চরিত্রকে বেশ মনে ধরেছিল দর্শকদের। কিন্তু টিআরপি কমে যাওয়ায় যেটা ভয় ছিল সেটাই হল। একঝাঁক নতুন সিরিয়ালকে জায়গা করে দিতে ইতি পড়ছে রাঙা বউ এর কাহিনীতে। আজ অর্থাৎ শনিবারই শেষ পর্ব সম্প্রচারিত হবে। তবে এরই মধ্যে আবারও জি বাংলার পর্দায় হাজির হয়ে সুখবর দিলেন শ্রুতি দাস (Shruti Das)

আসলে শুধুই সিরিয়াল নয় টিআরপি (TRP) তালিকায় রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত ‘দিদি নং ১’ (Didi No 1) ও একেরপর এক রেকর্ড করে চলেছে। জনপ্রিয়তায় দাদাগিরিকেও টেক্কা দিচ্ছে এই শো। সম্প্রতি দিদি নং ১ এর মঞ্চে হাজির হয়েছিলেন শ্রুতি দাস। আজ অর্থাৎ রবিবার সানডে স্পেশাল পর্বে তাকে দেখা যাবে। তবে সম্প্রচারের আগেই কিছু মুহূর্ত ফাঁস করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যেখানে সুখবর দিয়েছেন অভিনেত্রী।

   

Shruti Das in Didi No 1 after ranga bou serial ends

হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, মা হওয়ার কথা জানিয়েছেন শ্রুতি দাস। বিগত ১০ই জুলাই একপ্রকার  কাউকে কিছু না জানিয়েই বিয়ে সেরেছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সামাজিক বিয়ে নয় তবে আইনি ভাবে এখন তারা স্বামী-স্ত্রী। তবে এদিন দিদি নং ১ এর মঞ্চে সামাজিক বিয়ে থেকে প্রথম সন্তান কবে আসবে সেই সব পরিকল্পনা জানালেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বাথরুমের থেকেও ছোট ছিল ঘর! আজ ২ ফ্ল্যাটের মালকিন, শ্বেতার সাফল্য শুনে হতবাক সৌরভ গাঙ্গুলী

দিদি নং ১ এর যে প্রোমোটি ভাইরাল হয়েছে সেখানে শ্রুতি বলছেন, ‘২০২৫ এ সোশ্যাল মারেজটা হবে, ২০৩০ এ বেবি হবে’। এই শুনেই রচনা বলে উঠেছেন, ‘এটাও ভেবে রেখেছিস’! এর উত্তরে অবশ্য শ্রুতি জানান আমার বরের বয়স কত হবে সেটাই ভাবছি।

আরও পড়ুনঃ পারি পাগলিকেও ছাপিয়ে গিয়েছে! ‘পুতুল’ শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ অপরাজিতা আঢ্য

প্রসঙ্গত, রেজিস্ট্রি ম্যারেজ নিয়ে  সংবাদ মাধ্যমকে স্টুরি জানিয়েছিলেন, আমি বা স্বর্ণেন্দু দুজনেই জীবনে কোনো কিছু প্ল্যান করে করিনি।  বিয়ের একবার আগেই সব ঠিক হয়। হটাৎ করেই একদিন বলি বিয়েটা করে নিলে কেমন হয়? বাড়িতে এবিষয়ে জানাই, জিজ্ঞাসা করি কোনো আপত্তি নেই তো? বাড়ি থেকে জানাই না নেই। ব্যাস, রেজিস্ট্রি অফিসে গিয়ে অ্যাপিল করি তারপর বিয়েটা করে নিই।