• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাথরুমের থেকেও ছোট ছিল ঘর! আজ ২ ফ্ল্যাটের মালকিন, শ্বেতার সাফল্য শুনে হতবাক সৌরভ গাঙ্গুলী

বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখেন অথচ শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya) চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১০ বছর পার করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই বড়পর্দায় দেবের নায়িকা হিসেবে তাঁকে দেখে ফেলেছেন দর্শকরা ‘প্রজাপতি’র সাফল্যের পর ফের ছোটপর্দায় ফিরে এসেছেন অভিনেত্রী।

‘সোহাগ জল’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে কামব্যাক করেছিলেন শ্বেতা। সেই মেগা শেষ হওয়ার কয়েকমাসের মাথায় ‘কোন গোপনে মন ভেসেছে’ নিয়ে আসছেন অভিনেত্রী। আগামী সপ্তাহ থেকে জি বাংলার পর্দায় শুরু হবে এই ধারাবাহিকের সফর। তার আগে সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি’তে (Dadagiri 10) হাজির হয়েছিল সম্পূর্ণ টিম।

   

Sweta Bhattacharya and Sourav Ganguly in Dadagiri 10

‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe) সিরিয়ালে শ্যামলী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্বেতাকে। গ্রাম থেকে শহরে এসে নিজের সর্বস্ব খুইয়ে বসে সে। এরপর শুরু হয় শ্যামলীর কঠিন লড়াই। তবে শুধু পর্দায় নয়, বাস্তবেও এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন শ্বেতা। দাদার মঞ্চে এসে নিজের কষ্টের অতীত ফিরে দেখলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বিয়ে হতেই বেরিয়েছে আসল রূপ, ছোটবৌমা প্রতীক্ষার ওয়েস্টার্ন সাজ দেখে মাথাই নষ্ট মধুবালার!

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ‘দাদাগিরি’র আসন্ন পর্বের ঝলক শেয়ার করা হয়েছে। সেখানে শ্বেতাকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি, বাবা-মা যে ঘরটায় থাকতাম, কারোর বাথরুমও অত ছোট হয় না। তখন মনে মনে ভাবতাম বাবা-মায়ের জন্য কিছু একটা করতে হবে। এখন বাবা-মা’কে দু’টো ফ্ল্যাট করে দিতে পেরেছি’।

Sourav Ganguly and Sweta Bhattacharya in Dadagiri 10

শ্বেতার সাফল্যের কাহিনী মুগ্ধ হয়ে শোনেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। মাঝে আবার নায়িকার লেগ পুল করে বলেন, ‘দু’টো ফ্ল্যাট, একটা বাড়ি! কোথায় চাকরি করো তুমি? আমায় একটু বলবে আমিও যাব’। দাদার কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে যাওয়ার জোগাড় হয় অভিনেত্রীর।

আরও পড়ুনঃ সাত পাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা, রইল তারকাজুটির বিয়ের এক্সক্লুসিভ ছবি অ্যালবাম


অতীতে ‘দিদি নম্বর ১’র মঞ্চে এসেও নিজের স্ট্রাগল নিয়ে মুখ খুলেছিলেন শ্বেতা। অভিনেত্রী বলেছিলেন, ‘বড়লোকদের বাথরুম যেমন হয়, আমাদের ঘরটা তেমন ছিল। একান্নবর্তী পরিবার ছিল। আমি, বাবা-মা ছোট্ট একটা ঘরে থাকতাম। এমনও হয়েছে যে দুপুরে হয়তো নুন দিয়ে ভাত খেয়েছি। কিন্তু রাতে কী খাব সেটা জানা নেই’।