• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরাগকে ছাড়িনি, তোমাকেও ছাড়বো না! প্রতীক্ষাকে ধুয়ে দিল শিমুল, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul threatens Pratiksha

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। সিরিয়ালটি শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি, তবে অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে শিমুল, পুতুল, মধুবালারা। গতকাল প্রকাশিত টিআরপি (TRP) তালিকায় দেখা গিয়েছে, প্রথম চারের মধ্যে স্থান করে নিয়েছে এই মেগা (Bengali Serial)

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের পর থেকে স্বামীর হাতে অত্যাচারিত হয়ে আসছে শিমুল (Shimul)। বৈবাহিক ধর্ষণ থেকে শুরু করে গায়ে হাত তোলা- বাদ যায়নি কিছুই। তবে এবার রুখে দাঁড়িয়েছে সে। সোজা ডিএমের কাছে গিয়ে পরাগের বিরুদ্ধে নালিশ করে এসেছে শিমুল। শুধু তাই নয়, সে কুচুটে দেওর পলাশের বিরুদ্ধেও অভিযোগ করেছে।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Pratiksha

এদিকে শিমুল পলাশের নামে অভিযোগ করায় বেজায় খাপ্পা হয়েছে তার হবু স্ত্রী প্রতীক্ষা (Pratiksha)। রীতিমতো বাড়ি বয়ে শিমুলের সঙ্গে ঝগড়া করতে চলে এসেছে সে। তবে শিমুলও চুপ করে সহ্য করার পাত্রী নয়। সে-ও পাল্টা শুনিয়ে দেয়, তার পিছনে লাগলে প্রতীক্ষার চাকরি নিয়ে টানাটানি হতে পারে!

আরও পড়ুনঃ সূর্যকে পেতে সব সীমা পার! খাবারে বিষ মেশাবে মিশকা, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

শিমুল বলে, প্রতীক্ষা যেখানে চাকরি করে সেখানে তার বন্ধু অনুলেখাও কাজ করে। অনুলেখার থেকে শিমুলের অতীত জীবন নিয়ে প্রতীক্ষা জানাজানি করে সেটা সে এবার জেনে গিয়েছে। এরপরেই ষড়যন্ত্র করে শতদ্রুকে তাদের বাড়ি পাঠায় প্রতীক্ষা এবং পলাশ। যাতে শতদ্রুর সঙ্গে শিমুলের বদনাম দেওয়া যায়।

আরও পড়ুনঃ সৃজন-বাবুউউর মায়ের ধ্যাষ্টামো ঘোচাতে জব্বর চাল, তুলকালাম দত্তবাড়ি! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Pratiksha

শাশুড়ির সামনে দাঁড়িয়েই শিমুল প্রতীক্ষাকে বলে, তার এই ষড়যন্ত্রের কথা সে ডিএম ম্যাডামকে জানাতে পারে। শুধু তাই নয়, প্রতীক্ষার অফিসের এইচআরকেও জানাতে পারে। আর সেটা হলেই চাকরি হারাবে সে।

https://youtu.be/u_lmyCGkMw0

শিমুলের মুখ থেকে একথা শুনেই হতবাক হয়ে যায় প্রতীক্ষা। চাকরি হারানোর কথা শুনেই মুখ শুকিয়ে যায় পলাশের হবু স্ত্রীর। শিমুলের এই দাওয়ায়েই কি তাহলে শুধরোবে প্রতীক্ষা নাকি আবার নতুন কোনও ষড়যন্ত্র করবে সে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥