• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৃজন-বাবুউউর মায়ের ধ্যাষ্টামো ঘোচাতে জব্বর চাল, তুলকালাম দত্তবাড়ি! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Updated on:

Neem Phooler Madhu serial Parna's lady advocate takes entey in Dutta Bari

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে রয়েছে টানটান উত্তেজনা। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন  বিয়ে হয়ে আসার পর থেকে সৃজনেরব বউ পর্ণাকে কিছুতেই এখনও পর্যন্ত মেনে নিতে পারেনি কৃষ্ণা (Krishna)। তাই পর্ণা সংসারের  জন্য যতই করুক না কেন কিছুতেই মন ওঠে না তার।

তাই নিম ফুলের মধুতে এত কিছুর পরেও কৃষ্ণা দিনরাত শাপ-শাপান্ত করে চলেছে পর্ণাকে। আর এখন যেহেতু সৃজন এর মনে পর্ণার  ওপর প্রচন্ড রাগ রয়েছে আর রুচি এবং চয়নের সম্পর্কটাকে প্রশয় দেওয়ার জন্য সৃজন যেহেতু পর্ণাকে এখন ভুল বুঝছে। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে কৃষ্ণা চাইছে সৃজন পর্ণার সংসারটাকে একেবারে ভেঙে টুকরো করে দিতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,ডিভোর্স,Divorce,উকিল,Lawyear

অন্যদিকে দোসর হয়েছে পর্ণার বড় জা মৌমিতা আর পর্ণার চিরশত্রু ঈশা। এরা সকলে মিলে সৃজনের কানে পর্ণার নামে বিষ ঢেলে চলেছে। পর্ণাকে  দত্ত বাড়ি থেকে তাড়াতে এই মুহূর্তে একেবারে উঠে উঠে পড়ে লেগেছে বাবুর মা মৌমিতা আর ঈশা।  তাই এক মুহূর্ত দেরি না করে পর্ণার মুখে ১০ লাখ টাকা ছুঁড়ে  মারার জন্য ঈশার বুদ্ধিতেই ৪০ পার্সেন্টের চড়া সুদে জয়রাম বাজুরিয়া থেকে শাড়ির কথার নামে ১৫ লাখ টাকার লোন নিয়েছে সৃজনের মা কৃষ্ণা।

একথা জানা মাত্রই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েও রাস্তা থেকেই আবার দত্ত বাড়ি ফিরে এসেছে পর্ণা। গত পর্বেই দেখা গিয়েছে পর্ণা দত্তবাড়ি ফিরে আসতেই বাবুর মা কৃষ্ণা, ভূত দেখার মতো চমকে গেলেও আনন্দে মেতে উঠেছিল ঠাম্মি, বর্ষা, ছোটকা চয়ন, জেঠি, ছোট কাকি মঙ্গলার মত বাড়ির অন্যান্য সদস্যরা। এরই মধ্যে নিম ফুলের মধু এর আজকের পর্বে দেখা যাবে সৃজনের বিরুদ্ধে কোর্টে কেস লড়ার জন্য রুচিরাকে বলে একজন মহিলা উকিল জোগাড় করে ফেলেছে পর্ণা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,ডিভোর্স,Divorce,উকিল,Lawyear

তিনি অত্যন্ত নারীবাদী একজন উকিল বাসবদত্তা। আজকের পর্বেই দত্ত বাড়িতে পর্ণার এই উকিলের এন্ট্রি হতে চলেছে। যাকে দেখে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই ধ্যাষ্টামো জেঠু মহিলা উকিল বলে হ্যাঁটা করলেও সে চোখ রাঙিয়ে সোজা পর্ণার  ঘরে চলে যায়।

https://www.youtube.com/watch?v=oXYYR1bVpMY&pp=ygURbmVlbSBwaHVsZXIgbWFkaHU%3D

পর্ণার দলে যতজন বাড়ির সদস্য আছেন তাঁদের নিয়ে এদিন একটা বড় লম্বা-চওড়া ভাষণ দেন বাসবদত্তা। এরপর সৃজনের থেকে স্ত্রীর অধিকার নেওয়ার জন্য সৃজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়ে মেল পাঠায় পর্ণা। এখন দেখার এই নতুন উকিলের সাহায্য নিয়ে সৃজন পর্ণার ডিভোর্স কি সত্যিই আটকানো যাবে? নাকি আবার নতুন কোন চক্রান্তে সত্যিই ভেঙে যাবে সৃজন-পর্ণার সংসার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥