• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যকে পেতে সব সীমা পার! খাবারে বিষ মেশাবে মিশকা, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Updated on:

Mishka gives poisan to Surjo Anurager Chhowa new track reveal

স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই এখন থাকছে নতুন মোড়। দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহেই থাকছে নিত্য নতুন চমক। যা থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না দর্শকরা। সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী দেখা যাচ্ছে বেস্ট ফ্রেন্ড মিশকাকে খুন করার জন্য বিনা অপরাধে জেল খাটছে সূর্য।

সূঅন্যদিকে একের পর এক অন্যায় করেও ছদ্মবেশ নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে মিশকা। গত পর্বেই  দীপাকে খুন করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল মিশকা। কিন্তু দীপার হাত ফসকে দৌড়ে পালিয়ে যায় সে। আর এবার আগামী পর্বে দেখা যাবে চাওয়ালি সেজে জেলের ভিতর ঢুকে এসেছে মিশকা।

Surjo-Deepa will accept Mishka's baby boy upcoming track reveal

দীপা সূর্যকে খাওয়ানোর নাম করে তার সাথে কিছু জরুরী কথা বলতে গেলে পাশেই চুপটি  করে দাঁড়িয়ে থাকে মিশকা।এরপর দেখা যায় সূর্য না চাইলেও ছদ্মবেশে থাকা মিশক সূর্যকে জোর করে চা খাওয়াতে চায়। কিন্তু সূর্য তা খেতে অস্বীকার করে। অন্যদিকে মিশকা ওই চা সূর্য ছাড়া আর কাউকে খাওয়াবে না বলে হাত থেকে গ্লাস ফেলে দেয়।

আরও পড়ুনঃ নায়ক থেকে সোজা খলনায়ক! ভালোমানুষি ছেড়ে এবার নেগেটিভ চরিত্রে ছোটপর্দার ‘নিখিল’

এরপর দেখা যায় দীপা বাড়ি ফিরে গেলে তাকে অ্যারেস্ট করতে যায় পুলিশ। ক্রাইম স্পটে গিয়ে অনৈতিক কাজ করার জন্য দীপাকে অ্যারেস্ট করতে চান তিনি। কিন্তু ততক্ষণে জেলের ঘুষখোর  পুলিশ অফিসারকে দিয়ে বিশ মেশানো কফির কাপ সূর্যের কাছে পাঠিয়ে দেয় মিশকা।  যা খাওয়ার পরেই অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে সূর্য।

আরও পড়ুনঃ তলানিতে মা-মেয়ের সম্পর্ক, অহনার মা হিসেবে নিজেকে পরিচয় দিতে নারাজ চাঁদনী!

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode

অন্যদিকে ততক্ষণে সেনগুপ্ত বাড়িতে থাকা পুলিশ অফিসারের কাছে থানা থেকে ফোন আসে যে সূর্য অসুস্থ হয়ে পড়েছে।তখন সূর্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দীপা এসে জানায় তার ডাক্তারবাবুকে কেউ প্রাণে মারার চেষ্টা করেছে।  তাই সে ঠিক করেছে হাসপাতালে ডাক্তারের  সাথে কথা না বলা পর্যন্ত সে বাড়ি যাবে না। .

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥