বাস্তবভিত্তিক গল্প দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। মেয়েদের জীবনসংগ্রামের গল্প পর্দায় ফুটিয়ে তুলে আদায় করে নিয়েছে প্রশংসা। শিমুল, পুতুল, মধুবালারা এখন সিরিয়ালের চরিত্র থেকে হয়ে উঠেছে দর্শকদের নিত্যনৈমিত্তিক জীবনের অংশ। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে ধামাকা পর্ব।
‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, একটা সময় শিমুলকে (Shimul) প্রচুর অপমান করলেও এখন তাকে ভীষণ ভালোবাসে পরাগের মা মধুবালা (Madhubala)। পাড়ার পুজোয় বৌমা এবং তার বান্ধবীদের সঙ্গে প্রাণ খুলে আনন্দ করতেও দেখা যায় তাকে। যদিও এই মায়ের এই পরিবর্তন একেবারেই মেনে নিতে পারছে না পরাগ (Parag)-পলাশ (Palash)।
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, পাড়ার পুজোয় প্রাণ খুলে আনন্দ করার ‘অপরাধে’ মধুবালাকে অকথ্য ভাষায় অপমান করতে থাকে তার দুই ছেলে। সেই সঙ্গে পরাগ বারবার শিমুলকে ‘চরিত্রহীন’ বলে সম্বোধন করে। অনেকক্ষণ মুখ বুজে সহ্য করলেও শেষমেষ ধৈর্যের বাঁধ ভাঙে শিমুলের।
আজকের পর্বে দেখতে পাবেন, পরাগের কথা শুনে নিজের মেজাজ হারিয়েছে শিমুল। এরপর সোজা লাঠি হাতে স্বামীর সামনে এসে দাঁড়ায় সে। এর আগেও অবশ্য পলাশের অসভ্যতামি রুখতে লাঠি ধরেছিল শিমুল, তবে এবার তাকে সাক্ষাৎ মা দুর্গা (Maa Durga) মনে হয় মধুবালা, পুতুল, তুতুল এবং পরাগের কাকিমার।
বাড়ির বৌমার মধ্যে মা দুর্গার রূপ দেখতে পেয়ে প্রার্থনা করেন পরাগের মা এবং কাকিমা। শিমুল যেন এভাবেই অসুর বধ করতে পারে সেটাই কামনা করেন দু’জনে। মুখের কথায় না পারলেও লাঠি হাতে কি শিমুল পারবে পরাগ-পলাশের চরিত্রে বদল আনতে? শাশুড়ির মতো স্বামী-দেওরের মনও কি জয় করে নিতে পারবে সে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে।