• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অসুর’ পরাগকে শায়েস্তা করতে মহিষাসুরমর্দিনী শিমুল! ‘কার কাছে কই মনের কথা’ দেখে দিলখুশ দর্শকদের

Published on:

Zee Bangla Kar Kache Koi Moner Kotha Shimul takes Mahisasurmardini Look

বাস্তবভিত্তিক গল্প দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। মেয়েদের জীবনসংগ্রামের গল্প পর্দায় ফুটিয়ে তুলে আদায় করে নিয়েছে প্রশংসা। শিমুল, পুতুল, মধুবালারা এখন সিরিয়ালের চরিত্র থেকে হয়ে উঠেছে দর্শকদের নিত্যনৈমিত্তিক জীবনের অংশ। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে ধামাকা পর্ব।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, একটা সময় শিমুলকে (Shimul) প্রচুর অপমান করলেও এখন তাকে ভীষণ ভালোবাসে পরাগের মা মধুবালা (Madhubala)। পাড়ার পুজোয় বৌমা এবং তার বান্ধবীদের সঙ্গে প্রাণ খুলে আনন্দ করতেও দেখা যায় তাকে। যদিও এই মায়ের এই পরিবর্তন একেবারেই মেনে নিতে পারছে না পরাগ (Parag)-পলাশ (Palash)।

Kar Kache Koi Moner Kotha Parag Palash Misbehave with Madhubala and Shimul

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, পাড়ার পুজোয় প্রাণ খুলে আনন্দ করার ‘অপরাধে’ মধুবালাকে অকথ্য ভাষায় অপমান করতে থাকে তার দুই ছেলে। সেই সঙ্গে পরাগ বারবার শিমুলকে ‘চরিত্রহীন’ বলে সম্বোধন করে। অনেকক্ষণ মুখ বুজে সহ্য করলেও শেষমেষ ধৈর্যের বাঁধ ভাঙে শিমুলের।

আরও পড়ুনঃ হাত-মুখ বেঁধে গিনিকে মারধর রূপের, বেগতিক দেখে পাল্টি শালিনীর! চরম টুইস্ট ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে

আজকের পর্বে দেখতে পাবেন, পরাগের কথা শুনে নিজের মেজাজ হারিয়েছে শিমুল। এরপর সোজা লাঠি হাতে স্বামীর সামনে এসে দাঁড়ায় সে। এর আগেও অবশ্য পলাশের অসভ্যতামি রুখতে লাঠি ধরেছিল শিমুল, তবে এবার তাকে সাক্ষাৎ মা দুর্গা (Maa Durga) মনে হয় মধুবালা, পুতুল, তুতুল এবং পরাগের কাকিমার।

আরও পড়ুনঃ সূর্যর সন্তানের মুখ চেয়ে মিশকাকে ঘরে তুলবে দীপা! মাথায় হাত লাবণ্যর, ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

Kar Kache Koi Moner Kotha Shimul as Maa Durga

বাড়ির বৌমার মধ্যে মা দুর্গার রূপ দেখতে পেয়ে প্রার্থনা করেন পরাগের মা এবং কাকিমা। শিমুল যেন এভাবেই অসুর বধ করতে পারে সেটাই কামনা করেন দু’জনে। মুখের কথায় না পারলেও লাঠি হাতে কি শিমুল পারবে পরাগ-পলাশের চরিত্রে বদল আনতে? শাশুড়ির মতো স্বামী-দেওরের মনও কি জয় করে নিতে পারবে সে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥