• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যর সন্তানের মুখ চেয়ে মিশকাকে ঘরে তুলবে দীপা! মাথায় হাত লাবণ্যর, ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

স্টার জলসার (Star  Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে (Bengali Serial) এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। সদ্য মিশকার প্রেগন্যান্সির রহস্যভেদ করেছে দীপা। সূর্য যে নির্দোষ তা প্রমাণ করে দিয়েছে সে। তবে সেই সঙ্গেই দীপা এও জানতে পেরেছে, মিশকার গর্ভের সন্তানকে স্বীকৃতি দিয়েছে সূর্য। মিশকার সন্তানের বাবা হিসেবে বন্ডে সই করেছে সে। আর এটা জানার পরেই চরম পদক্ষেপ নিতে চলেছে দীপা (Deepa)

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, লক্ষ্মীপুজো শেষে সোনা-রূপাকে নিয়ে জয় বাইরে বেরোতেই দীপা সবার সামনে আসল সত্যি ফাঁস করে। মিশকার (Mishka) গর্ভের সন্তানের বাবা যে সূর্য এবং সে যে এই সন্তানকে স্বীকার করে নিয়েছে তা বলে দেয় দীপা। তার কথায়, মিশকার গর্ভে যে শিশু রয়েছে সে সেনগুপ্ত বাড়ির বংশধর। তাই সেই সন্তান জেলের মধ্যে অনাদরে বড় হোক সেটা সে চায় না।

   

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa doubts Surjya after seeing the bond paper

দীপার মুখে একথা শুনে সকলে চমকে ওঠে। রাগে ফুঁসতে থাকে সূর্য (Surjya)। তখন দীপা তাকে বলে, সে তো আইনগতভাবে মিশকার সন্তানকে স্বীকার করে নিয়েছে। তাই জন্যই সে কাগজে সই করেছে। দীপা এই বিষয়টা জেনে গিয়েছে দেখে অবাক হয়ে যায় সূর্য এবং লাবণ্য। বাড়ির সবাই তখন সূর্যকে তার এই সিদ্ধান্তের জন্য বকাবকি করতে থাকে।

আরও পড়ুনঃ বাবুউউর মা-ইশার পর কুচুটে দিদিমা, একাই ট্রিপল ভিলেন সামলাবে পর্ণা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

এরপর দীপা বলে, সে চায় মিশকার বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নেওয়া হোক এবং তাকে জেল থেকে বের করে আনা হোক। দীপার এই দাবি শুনে সবাই বলে তার এই সিদ্ধান্তের জন্য পরিবারের অনেক বড় ক্ষতি হতে পারে। তখন ফের দীপা বলে, সূর্য চাইলে হাসপাতালেই মিশকাকে মেরে ফেলতে পারতো। মিশকার সন্তানের পিতৃত্বও অস্বীকার করতে পারতো। কিন্তু দু’টোর কোনোটাই সে করেনি। কারণ সে করতে চায়নি।

আরও পড়ুনঃ Dance Bangla Dance গ্র্যান্ড ফিনালেতে কে বাংলার সেরা? দেখে নিন সিজেন ১২ এর বিজয়ীর নাম

Anurager Chhowa Deepa sad

দীপার মুখের একথা শুনে রীতিমতো বাক্যহারা হয়ে যায় সূর্য। তখন লাবণ্য দীপাকে বোঝায়, পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে সূর্য এমন কাজ করতে বাধ্য হয়েছিল। তখন ফের দীপা বলে, সূর্য চেয়েছিল বলেই এমনটা করেছে। আর তাই সে এখন চায় মিশকাকে জেল থেকে বের করে আনা হোক।

অন্যদিকে হাসপাতাল থেকে সোজা বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু করে মিশকা। সেই কাণ্ড দেখে নার্স রীতিমতো অবাক হয়ে যায়। কিন্তু মিশকা হাসতে থাকে। অপরদিকে লাবণ্য দীপাকে বোঝানোর চেষ্টা করে, জেল থেকে ছাড়া পেলেও মিশকা যেন সেনগুপ্ত বাড়িতে পা না রাখে। দীপা কি রাজি হবে শাশুড়ির এই কথায়? নাকি রাগে-অভিমানে কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে সে? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।