• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাত-মুখ বেঁধে গিনিকে মারধর রূপের, বেগতিক দেখে পাল্টি শালিনীর! চরম টুইস্ট ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে

Updated on:

Icche Putul Rup Ties up Gini in Room Shalili got scared

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। প্রত্যেকদিন টানটান উত্তেজনার এপিসোড দেখানো হচ্ছে। একদিকে ঘনিষ্ঠতার ভিডিও দেখিয়ে নীলকে বিয়ের জন্য রাজি করিয়ে নিয়েছে ময়ূরী। অন্যদিকে চরমে উঠেছে গিনির ওপর অত্যাচার। পাশবিকতার সকল সীমা অতিক্রম করতে চলেছে রূপ।

ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান ট্র্যাক অনুযায়ী, রূপকে বিয়ে করে রোজ চোখের ফেলছে গিনি (Gini)। নিজের পরিবার, মেঘ সবার কথা অমান্য করে রূপকে বিয়ে করে যে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে বুঝছে সে। বিয়ের পরের দিন থেকেই নিজের আসল চেহারা দেখাচ্ছে রূপ (Rup)। কখনও জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন, কখনও মারধর- সবকিছুই করছে সে।

Icche Putul, Icche Putul Roop beats Gini with belt

‘ইচ্ছে পুতুল’র আজকের পর্বে দেখা যাবে, রূপের প্রেমিকার কাছে গিয়ে তার মুখোশ খুলে দেওয়ার ভয় দেখা গিনি। সেকথা শুনে ভীষণ রেগে যায় রূপ। সে প্রথমে গিনিকে মারধর করে। এরপর তার হাত মুখ বেঁধে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখে। ছেলের এই কাণ্ডকারখানা দেখে ঘাবড়ে যায় শালিনী (Shalini)। সে তাকে বারণ করলেও রূপ বলে সবটা সামলে নেবে।

আরও পড়ুনঃ সূর্যর সন্তানের মুখ চেয়ে মিশকাকে ঘরে তুলবে দীপা! মাথায় হাত লাবণ্যর, ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

এরপর শালিনী গিনির কাছে গিয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু কোনও সাড়া না পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর রূপ এসে ডাকলে গিনি একটু সাড়া দেয়। তখন শালিনী ছেলেকে গিনির জন্য একটু জল নিয়ে আসার কথা বলে। কিন্তু অমানবিক রূপ হাসতে হাসতে বলে, আজ গিনি খাবার-জল কিছুই পাবে না। আজ স্বামীর জন্য নির্জলা উপবাস করবে সে।

আরও পড়ুনঃ বাবুউউর মা-ইশার পর কুচুটে দিদিমা, একাই ট্রিপল ভিলেন সামলাবে পর্ণা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Rup beats Gini again in Icche Putul

ছেলের এই পাশবিক আচরণ দেখে শালিনী প্রথমবার প্রতিবাদ করে। সে বলে, রূপের জন্য তাকে অনেক ছোট হতে হচ্ছে। আজ গিনির কিছু হয়ে গেলে এই বয়সে হাতে হাতকড়া পড়বে তার। ছেলের দোষ ঢাকার জন্য আর নীচে নামতে পারবে না বলে জানিয়ে দেয় সে।

শালিনী বলে একটা কিছু খারাপ ঘটলে সুকান্ত রূপের সঙ্গে তাকেও বাড়ি থেকে বের করে দেবে। মায়ের মুখে একথা শুনে বিরক্ত বোধ করতে থাকে রূপ। কিন্তু শালিনী ক্রমাগত এই নিয়ে চিন্তা করতে থাকে। তাহলে কি এবার নিজের পিঠ বাঁচাতে রূপের হাত ছাড়বে তার মা? উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥