• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত বাবা তুলে খোঁটা, পলাশকে উচিত শিক্ষা দিল শিমুল, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

Updated on:

Kar Kache Koi Moner Kotha Shimul slapped Palash

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকের শিমুল বাংলা সিরিয়ালের (Bengali Serial) তথাকথিত নায়িকাদের থেকে একেবারে আলাদা। বিয়ের পর থেকেই তার প্রতিবাদী রূপ দেখেছে দর্শকরা। স্বামী-শাশুড়ির অত্যাচার মুখ বুজে সহ্য করে চোখের জল ফেলা নয়, বরং বরাবর তার প্রতিবাদ করে এসেছে শিমুল (Shimul)। এবার যেমন অসভ্য দেওরকে সবার সামনে ঠাটিয়ে থাপ্পড় (Slap) মেরে শায়েস্তা করবে সে।

‘কার কাছে কই মনের কথা’র আসন্ন পর্বে দেখানো হবে, ঘুরতে যাবে বলে পুতুলের (Putul) জামাকাপড় গুছিয়ে দিচ্ছে শিমুল। হাবাগোবা মেয়েটা প্রথমবার ঘুরতে যাচ্ছে দেখে শিমুলের শাশুড়িও বেশ খুশি। মনের আনন্দে বৌমার সঙ্গে নিজের চাওয়া-পাওয়ার গল্প করতে থাকেন তিনি। কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হয় শিমুলের কাকি শাশুড়ি এবং ননদ।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul family

সময়টা বেশ ভালোই কাটছিল, কিন্তু পরাগ (Parag) এসে আচমকা চোটপাট শুরু করে। জামা কেন ইস্ত্রি করা হয়নি তা নিয়ে কথা শোনাতে থাকে সে। শিমুল সঙ্গে সঙ্গে স্বামীর জামাকাপড় ইস্ত্রি করতে থাকে। সেই সময় ঘরে আসে শিমুলের তিন বান্ধবী। শীর্ষা আর সুচরিতা বলে, ঘুরতে যাবে বলে ওরা সবাই অল্প করে খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে। শিমুলও কি কিছু রান্না করে নিয়ে যেতে পারবে?

আরও পড়ুনঃ মাথামোটা সূর্যর অপদার্থতার জন্য মৃত্যু মুখে সোনা-রুপা! দীপা কি পারবে বাঁচাতে? ফাঁস দুর্ধর্ষ পর্ব

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

সেই সময়ই বিপাশা বলে ওঠে, ঘুরতে যাওয়ার দিনগুলোর মধ্যে সুচরিতার জন্মদিন পড়েছে। তাই একটু পায়েস বানিয়ে নিয়ে গেলে কেমন হয়? সঙ্গে সঙ্গে পরাগ বলে ওঠে, তাদের বাড়িতে এসব হবে না। কিন্তু তা সত্ত্বেও শিমুল বলে সে পায়েস বানিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুনঃ অবশেষে মিটল ঝামেলা! জন্মদিনে পর্দার ‘সূর্য’র অদেখা ছবি শেয়ার করে আদুরে বার্তা দিলেন স্বস্তিকা

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Palash

সেই সময়ই পলাশ (Palash) পাশ থেকে ঠ্যাস মেরে বলে, চাল, চিনি, গ্যাস, দুধ এসবের খরচ কি তোমার মরা বাবা এসে দিয়ে যাবে? দেওয়ার মুখে একথা শুনেই মেজাজ হারায় শিমুল। পলাশের গালে ঠাটিয়ে থাপ্পড় মেরে সে বলে, তোমার মা তোমায় শাসন করতে পারেননি অথবা করতে চাননি। তবে আমি সেটা করবো না। আমার সঙ্গে অসভ্যতামি করলে আমি তোমায় মেরে লাট করে দেবো। নায়িকার এই প্রতিবাদী সত্ত্বা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। কুচুটে পলাশ একেবারে সঠিক শিক্ষা পেয়েছে বলছেন সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥