• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে মিটল ঝামেলা! জন্মদিনে পর্দার ‘সূর্য’র অদেখা ছবি শেয়ার করে আদুরে বার্তা দিলেন স্বস্তিকা

Published on:

Anurager Chhowa Deepa Swastika Ghosh wishes Dibyojyoti Dutta on his birthday

Dibyojyoti Dutta Birthday : স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষ (Dwastika Ghosh)। বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁদের পরিচিতি অবশ্য সূর্য-দীপা (Deepa) নামেই বেশি। ‘সুদীপা’র অনস্ক্রিন কেমিস্ট্রি ভীষণ পছন্দ দর্শকদের। যদিও গত প্রায় এক বছর ধরে শুধু ঝামেলাই দেখানো হচ্ছে তাঁদের। সম্প্রতি আবার সেই ঝামেলার রেশ এসে পড়েছে বাস্তবেও।

গত মাসেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন দিব্যজ্যোতি-স্বস্তিকা। আগুনের মতো ছড়িয়ে পড়ে তাঁদের ঝামেলার খবর। এক নামী সংবাদমাধ্যমের কাছে মনোমালিন্যের কথা একপ্রকার স্বীকার করে নেন ‘অনুরাগের ছোঁয়া’ নায়ক। তবে পর্দার সূর্যর (Surjya) জন্মদিনে বরফ কিছুটা হলেও গলল দু’জনের সম্পর্কে।

Anurager Chhowa, Surjya Deepa, Dibyojyoti Dutta and Swastika Ghosh

শনিবার ২৪ পেরিয়ে ২৫ বছরে পা দিলেন দিব্যজ্যোতি। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই ‘অনুরাগের ছোঁয়া’ নায়ককে শুভেচ্ছা জানাতে থাকেন তাঁর কাছের মানুষ, প্রিয়জন, অনুরাগীরা। অনেকে ভেবেছিলেন, এই বছর ঝামেলার কারণে হয়তো শুভেচ্ছা জানানো থেকে বিরতই থাকবেন স্বস্তিকা। তবে এমনটা হল না। ঝামেলা ভুলে ‘হিরো’কে ঠিক বার্থডে (Birthday) উইশ জানালেন তাঁর নায়িকা।

আরও পড়ুনঃ ধরা পড়েও লজ্জা নেই! মেঘকে ফাঁসাতে নতুন চক্রান্ত ময়ূরীর, টিভির আগেই ফাঁস আসন্ন মহাধামাকা টুইস্ট

উত্তরবঙ্গে শ্যুটিংয়ের মাঝে তোলা একটি মিষ্টি ছবি শেয়ার করে দিব্যজ্যোতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্বস্তিকা। সেখানে একেবারে পাহাড়ি মেয়ের সাজে দেখা যাচ্ছে অভনেত্রীকে। অপরদিকে দিব্যজ্যোতি রয়েছেন ডাক্তার সূর্যর লুকে। ছবিটি শেয়ার করে পর্দার দীপা ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন হিরো। ভালো থাক, সবসময় আনন্দে থাক। আরও ভালো ভালো কাজ কর’।

আরও পড়ুনঃ মাথামোটা সূর্যর অপদার্থতার জন্য মৃত্যু মুখে সোনা-রুপা! দীপা কি পারবে বাঁচাতে? ফাঁস দুর্ধর্ষ পর্ব

Dibyojyoti Dutta and Swastika Ghosh, Dibyojyoti Dutta birthday

স্বস্তিকা জন্মদিনের শুভেচ্ছা জানালেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিব্যজ্যোতি তাঁকে কোনও জবাব দেননি। অপরদিকে স্বস্তিকাও নিজের পোস্টে অভিনেতাকে ট্যাগ করেননি। তাই নিন্দুকদের মতে, জন্মদিনের এই শুভেচ্ছা জানানোর বিষয়টা পুরোটাই লোকদেখানো।

প্রসঙ্গত, স্বস্তিকা ছাড়াও দিব্যজ্যোতিকে ‘অনুরাগের ছোঁয়া’র একাধিক তারকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অনস্ক্রিন ভাই প্রারব্ধী থেকে শুরু করে ভাইয়ের বউ সৌমিলি- ‘ডাক্তারবাবু’র বার্থডে স্পেশ্যাল পোস্ট শেয়ার করেছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥