• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথামোটা সূর্যর অপদার্থতার জন্য মৃত্যু মুখে সোনা-রুপা! দীপা কি পারবে বাঁচাতে? ফাঁস দুর্ধর্ষ পর্ব

Published on:

Anurager Chhowa Sona Rupa in danger upcoming episode revealed

এই মুহূর্তে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের মুখে মুখে ঘুরছে একটাই নাম তা হল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। লাগাতার সেরা শিরোপা জিতে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়ালটি। যদিও ধারাবাহিকে সূর্য-দীপা’র (Surjo-Deepa) একঘেয়ে ট্রাক দেখে এখন সিরিয়ালটির প্রতি বিরক্ত হয়ে পড়েছেন দর্শক।

তবে সেনগুপ্ত বাড়ির দুই খুদে সদস্য সোনা-রুপাকে(Sona-Rupa) বড্ড ভালোবেসে ফেলেছেন দর্শক। তাই চাইলেও এই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেন না কেউই। প্রতিদিন  ঘড়ির কাঁটায় সাড়ে ন’টা বাজতেই অনুরাগের ছোঁয়া দেখা এখন দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। এই মুহূর্তে এই দুই মিষ্টি মেয়ের জন্যই সিরিয়ালটি দেখছেন দর্শক। তাই তাদের ওপরেই দেওয়া হচ্ছে বেশি ফোকাস।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,বিপদ,Danger,আসন্ন পর্ব,Upcoming Episode

গত পর্বেই দর্শক দেখেছেন সোনা-রুপাকে নিজের ক্ষতি করার ভয় দেখিয়ে দীপার সাথে যোগাযোগ করতে বারণ করে দিয়েছে সূর্য।  তাই বাবার কষ্টের কথা ভেবে সোনা রুপাও মুখ বুজে সমস্ত কষ্ট সহ্য করে চলেছে। অন্যদিকে দীপাও হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে নিজের দুই মেয়েকে। ইতিমধ্যেই  দেখা গিয়েছে এখনও পর্যন্ত সে সোনা রুপার কাছে এসে না পৌঁছালেও তাদের খুব কাছাকাছি একটা মন্দিরে এসে গিয়েছে দীপা।

আরও পড়ুনঃ আবারও ব্যর্থ ময়ূরী, জিষ্ণুর হাতে রাখি বেঁধে নিলের কাছেই ফিরবে মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

সেখানেই ঝড় বৃষ্টির রাতে ঠাকুরের কাছে দুই মেয়ের জন্য প্রার্থনা করে চলেছে সে। অন্যদিকে দুই মেয়েকে বাড়িতে রেখেই চিকিৎসার কাজে দূরে গিয়েছে সূর্য। রাত হয়ে গেলেও তখনও ঝড়-জলের জন্য মেয়েদের কাছে এসে পৌঁছাতে পারেনি সূর্য। ওই পরিস্থিতিতে সোনার জন্য খাবার বানাতে সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলে রুপা। এরপর দেখা যায় গ্যাসে রান্না বসিয়ে  টেবিলের ওপর মোমবাতি জ্বালিয়ে রেখেই ঘুমিয়ে পড়েছিল সোনা রুপা।

আরও পড়ুনঃ হাসপাতালের বিছানায় শুয়ে ‘পটল কুমার’! অসুস্থ হিয়ার ছবি ভাইরাল হতেই চিন্তায় নেটিজেনরা

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

কিছুক্ষণ পরে ঘুম ভাঙতেই চারদিকে ধোঁয়া ধোঁয়া দেখে ভয় পেয়ে যায় সোনা-রুপা। এরপর তারা দুজনেই ছুটে যায় রান্না ঘরে। সেখানে  গিয়ে  তারা দেখে রান্নাঘরে মোমবাতি থেকে আগুন লেগে গিয়েছে। এখন দেখার দুই মেয়েকে এই বিপদের হাত থেকে কিভাবে বাঁচাবে দীপা। তবে এই পর্ব দেখে দর্শকরা দোষ দিচ্ছেন সূর্যের অপদার্থতা আর জেদকেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥