• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে হতেই নিজের মেয়েও পর! শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি এসেও লাঞ্ছিত শিমুল, ফাঁস আগাম পর্ব

Kar Kache Koi Moner Kotha Shimul lefts Husband House : জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি (Bengali Serial) এখন একেবারে জমে উঠেছে। রোজ অত্যাচারিত হতে হতে অবশেষে শ্বশুরবাড়ি ছেড়ে দিয়েছে শিমুল। কাকি শাশুড়ি এবং দুই ননদ চোখের জল ফেললেও সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে। পরাগ (Parag) এবং তার পরিবার ছেড়ে ফের নিজের বাপের বাড়ি ফিরে আসে শিমুল। যদিও তাতেও শান্তি নেই! মায়ের কাছে ফিরে এসেও কটু কথা শুনতে হচ্ছে তাকে।

স্বামীর সংসার ছেড়ে শিমুলের (Shimul) বাপের বাড়ি ফিরে আসার বিষয়টি একেবারেই ভালো চোখে দেখে না তার বড়দা এবং বড় বৌদি। ট্রলি নিয়ে বাড়ি ঢুকতেই শিমুলকে তারা সরাসরি জিজ্ঞেস করে, এত বাক্স প্যাটরা নিয়ে সে কেন এসেছে? রাখঢাক না করেই শিমুল উত্তর দেয়, সে শ্বশুরবাড়ি ছেড়ে পাকাপাকিভাবে এখানে চলে এসেছে।

   

Kar Kache Koi Moner Kotha, Shimul Parag and Palash

এরপরেই বাড়িতে শুরু হয় তুমুল অশান্তি। বড় বৌদি শিমুলকে বারবার বলে, সে মানিয়ে নিতে পারেনি, কারণ সে ভীষণ ডেসপারেট মেয়ে। শিমুলও মুখের ওপর বলে, হ্যাঁ, সে সত্যিই বড় বৌদির মতো নিজের স্বামীকে হাতের মুঠোয় করতে পারেনি। আর ডেসপারেট বলেই সে বাড়ির ঠিক করা ছেলেকে বিয়ে করেছে এবং এতদিন সব মুখ বুজে সহ্য করে মানিতে নেওয়ার চেষ্টা করেছে।

আরও পড়ুনঃ অল্প বয়সেই সাফল্যের শীর্যে, ‘অনুরাগের ছোঁয়া’র সোনা-রুপার প্রশংসায় পঞ্চমুখ খোদ মুখ্য়মন্ত্রী

অপরদিকে বড় ছেলে, ছেলের বৌয়ের ভয়ে মেয়ের বাপের বাড়ি চলে আসাটা খোলা মনে মানতে পারে না শিমুলের মা-ও। সেই বিষয়টা দেখে শিমুল প্রশ্ন করে, তাহলে কি সে সুইসাইড করতো? নাকি অন্য কোথাও চলে যেত? সুইসাইড করলে তারাই কেঁদে ভাসাতো। আর ভাবতো মেয়েটাকে কেন আগে বাড়ি নিয়ে আসলাম না? আর অন্য কোথাও চলে গেলে তাদের মাথা হেঁট হয়ে যেত।

আরও পড়ুনঃ মদ খেয়ে প্রকাশ্য রাস্তায় অপমান, সূর্যকে চড়িয়ে উচিত শিক্ষা দিল দীপা! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Kar Kache Koi Moner Kotha

এরপর বড়দা আর বড় বৌদির রুদ্র মূর্তি ধারণ দেখে শিমুল বলে সে এখনও নিজের জিনিসপত্র খোলেনি, গাড়িও বাইরে দাঁড়িয়ে আছে। তাই ওদের কোনও আপত্তি থাকলে সে অন্য কোথাও চলে যেতে রাজি। একথা শুনে শিমুলের বৌদি খোঁচা দিয়ে জিজ্ঞেস করে, শিমুলের অন্য কোথাও যাওয়ার জায়গা আছে কিনা?

উত্তরে শিমুল বলে, সেটা হলে সে বিয়ের আগেই সেখানে পালিয়ে যেত। তবে এবার নিজের ব্যবস্থা সে নিজেই করবে। কিন্তু শেষ পর্যন্ত শিমুলের মা বলে, সে এই বাড়িতেই থাকবে। তাহলে কি স্বামী-সংসার ভুলে ফের নতুন করে জীবন শুরু করবে শিমুল? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের কাহিনী? সেই প্রশ্নই ঘুরছে দর্শকদের মনে।