• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মদ খেয়ে প্রকাশ্য রাস্তায় অপমান, সূর্যকে চড়িয়ে উচিত শিক্ষা দিল দীপা! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Published on:

Anurager Chhowa 26th June Deepa Slaps Surja after he insults her on road

Anurager Chhowa Deepa Slaps Surja : মাসের পর মাস কেটে গেলেও ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিল হওয়ার নাম নেই। উল্টে এই গল্পে দেখানো হচ্ছে দিনের পর দিন মিশকা (Mishka) শয়তানি করে চলেছে কিন্তু তার পর্দা ফাঁস হওয়ার নাম নেই। তাই  এই সিরিয়লটি এখনও দর্শক দেখছেন শুধুমাত্র সূর্য-দীপার দুই মিষ্টি মেয়ে সোনা-রুপার (Sona-Rupa) জন্যই।

তবে আগের থেকে টিআরপি তালিকায় বেশ খানিকটা নম্বর কমেছে এই সিরিয়ালের , সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ইতিমধ্যে ধারাবাহিকে অনেক সত্যি প্রকাশ্যে এসেছে। গত পর্বেই দর্শক দেখেছেন সূর্যকে বিশেষ সম্মান দেওয়ার অনুষ্ঠানে একদিকে যেমন সূর্য অপমানিত হয়েছে তেমনি সূর্য সকলের সামনে দুই মেয়েকে বাবার স্বীকৃতি না দেওয়ায় অপমানিত হয়েছিল দীপাও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,মিশকা,Mishka,সূর্য,Surjo,দীপা,Deepa,চড়,Slap,আগামী পর্ব,Upcoming Episode

ওই অবস্থায় মিশকা সূর্যকে দীপার সম্পর্কে ভুল বুঝিয়ে বারে নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করিয়েছিল। সেইসাথে দীপাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য নিজের ব্যাগ থেকে বন্দুক তুলে দিয়েছিল সূর্যের হাতে। কিন্তু এইসব করতে গিয়ে নিজের জালে জড়িয়ে যায় মিশকা। নেশার ঘরে মাতাল সূর্য বন্দুক নিয়ে মিশকাকেই দীপা ভেবে গুলি করতে এগিয়ে যায়। ইতিমধ্যেই ফাঁস হয়েছে সিরিয়ালের এই আগাম পর্ব।

আরও পড়ুনঃ সব জেনেও মুখে কুলুপ! সোনা-রূপার কষ্টের জন্য সূর্য নয় লাবণ্যকে ধুয়ে দিল দীপা

আগামী পর্বে দেখা যাবে সেখানে উপস্থিত হবে দীপা। ততক্ষণে সূর্যের কান্ড দেখে রাস্তায় লোকজনও জড়ো হয়ে যাবে। সেই মুহূর্তে মাতাল সূর্যকে ঠান্ডা করতে সকলের সামনে কষিয়ে চড় মারবে দীপা। সেই সাথে সে সিদ্ধান্ত নেবে এইসবের থেকে সোনা রুপাকে দূরে রাখতে গ্রামে চলে যাবে সে।

আরও পড়ুনঃ মেয়ে হলেও কাঁপাতেন ছোটপর্দা! মেয়েরূপী এই ১০ বাংলা টেলি নায়কের ছবি না দেখলে চরম মিস

Anurager chhowa serial Deepa slaps Surjo upcoming episode reveal

শোনা যাচ্ছে আগামী পর্বে গ্রামে গিয়ে অসুস্থ হয়ে পড়বে দীপা। তখনই দীপার চিকিৎসা করতে গিয়ে সমস্ত সত্যি জানতে পারবে সূর্য।যদিও এটা সত্যিই ঘটবে কিনা এ বিষয়ে নিশ্চিত কোন খবর মেলেনি। তবে ইতিমধ্যেই সূর্যকে চড় মারার  আগাম পর্ব ফাঁস হয়েছে। যা দেখে দারুণ খুশি হয়েছেন দর্শক।

 

এছাড়া মিশকাকে সূর্য নেশার ঘোরেই যেভাবে তাড়া করেছিল তা দেখে এক দর্শক লিখেছেন ‘সূর্যর হাতে জব্দ হলো মিশকা। মিশকা সূর্যকে নেশা করিয়ে দীপার সাথে আরো ঝামেলা করাতে চেয়েছিল। কিন্তু পাশা পাল্টে গিয়ে মিশকা নিজেই জব্দ হলো। অন্যদিকে রাস্তায় দীপাকে অপমান করায়,, সকলের সামনে দীপা কষিয়ে থাপ্পর মারলো সূর্যকে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥