• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অল্প বয়সেই সাফল্যের শীর্যে, ‘অনুরাগের ছোঁয়া’র সোনা-রুপার প্রশংসায় পঞ্চমুখ খোদ মুখ্য়মন্ত্রী

Published on:

CM Mamata Banerjee praise Anurager Chhowa actress Misheeta Ray Chowdhury and Sristi Majumdar

CM praise Anurager Chhowa actress Misheeta-Sristi : সারা বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করতে বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেন একঝাঁক অভিনেতা অভিনেত্রী। তাই তাঁদের  বিশেষ সম্মান জানাতেই প্রত্যেক বছর আয়োজন করা হয় টেলি একাডেমি অ্যাওয়ার্ডস (Telly Academy Awards)। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সদ্য অনুষ্ঠিত হয়েছিল এই বিশেষ অ্যাওয়ার্ড ফাংশন। সেখানেই কৃতি শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

প্রত্যেক বছরের মত এবছরেও রাজ্য সরকারের আয়োজিত সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেখানেই এদিন সেরা শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দুই খুদে অভিনেত্রী সোনা-রুপা। ধারাবাহিকে সোনার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয়  অভিনেত্রী মিশিতা রায়চৌধুরী (Misheeta Ray Chowdhury) এবং রুপার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী সৃষ্টি মজুমদারকে (Sristi Majumdar)

Chief Minister Mamata Banerjee praise Anurager Chhowa serial Sona-Rupa's acting

এতোটুকু বয়সেই তাঁদের দুজনেরই নিখুঁত অভিনয় দেখে প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছেন  বাংলার দর্শক। তবে শুধু আমজনতাই নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দুই খুদে অভিনেত্রীর ফ্যান। তাই এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভরা মঞ্চে দাঁড়িয়ে খুদের অভিনয়ের দারুন প্রশংসা শোনা গেল খোদ মুখ্যমন্ত্রীর মুখে। মঞ্চে দাঁড়িয়েই এদিন সোনা-রুপাকে আদরেও  ভরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ৫০ পেরিয়েও সুপার বোল্ড! শ্রাবন্তীকে টেক্কা ‘মহানায়িকা’ ঋতুপর্ণার, ভাইরাল ছবি না দেখলেই মিস

প্রসঙ্গত আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে সিরিয়াল দেখেন, একথা আগেও বহুবার জানিয়েছেন তিনি। এদিন ফের জানালেন তিনি বাংলা সিরিয়ালের নিয়মিত দর্শক। এরপরে অনুরাগের ছোঁয়ার দুই খুদে অভিনেত্রীর প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন ‘অনুরাগের ছোঁয়ায় ওই ছোট্ট দুটি মেয়ে কী সুন্দর কথা বলে। খুব ভালো লাগে।’

আরও পড়ুনঃ মদ খেয়ে প্রকাশ্য রাস্তায় অপমান, সূর্যকে চড়িয়ে উচিত শিক্ষা দিল দীপা! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Chief Minister Mamata Banerjee praise Anurager Chhowa serial Sona-Rupa's acting

স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল অনুরাগের ছোঁয়ার দুই খুদে অভিনেত্রী সোনা রুপার ফ্যান গোটা বাংলা তাদের অনবদ্য অভিনয় ছাপিয়ে গিয়েছে প্রধান নায়ক নায়িকা সূর্য-দীপা থেকে শুরু করে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও। এই মুহূর্তে সবাই মূলত তাদের জন্যই দেখছেন এই সিরিয়ালটি। এ কথা দর্শকরাও জানিয়েছেন বহুবার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥