• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শতদ্রুকে নিয়ে নোংরা বদনাম, পরাগের পর পলাশকেও শুটিয়ে লাল করল শিমূল, ফাঁস ধামাকা পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul raised a stick

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) অন্যতম আকর্ষণ হল ধারাবাহিকের নায়িকা শিমুল। সে যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে তা দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। সংসার বাঁচানোর খাতিরে স্বামী, শাশুড়ি, দেওরের অত্যাচার সহ্য করার পক্ষপাতী নয় সে। বরং উপযুক্ত জবাব দেওয়াতেই বিশ্বাস করে শিমুল। এমনকি প্রয়োজন পড়লে হাতে অস্ত্র তুলে নিতেও দ্বিধাবোধ করে না।

ধারাবাহিকে (Bengali Serial) কিছুদিন আগেই যেমন দেখানো হয়েছে, পুতুলের গায়ে হাত তোলায় পরাগের দিকে কাটারি নিয়ে তেড়ে যায় শিমুল। এবার শতদ্রুর সঙ্গে চরিত্রের বদনাম দেওয়ায় পলাশকেও মারতে যাবে সে। তবে এবার কোনও অস্ত্র নয়। কুচুটে দেওরকে শাস্তি দেওয়ার জন্য হাতে লাঠি তুলে নেবে শিমুল।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul Parag and Palash

‘কার কাছে কই মনের কথা’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, নিজের বোনের বিয়ের জন্য নিমন্ত্রণ করতে শিমুলদের বাড়ি আসে তার প্রাক্তন প্রেমিক শতদ্রু। শিমুল তাকে জল-মিষ্টি খেতে দেয়। যদিও এসবগুলো আসলে পরোক্ষভাবে পলাশ এবং প্রতীক্ষার প্ল্যান করা। বৌদির চরিত্রে দাগ লাগানোর জন্য এমনটা করেছে পরাগের ভাই।

আরও পড়ুনঃ মুখে রাগ থাকলেও মনে ভালোবাসা! পর্ণাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ‘বাবুউউ’, ফাঁস মহাধমকা পর্ব

সেই জন্য যখন শিমুল শতদ্রুকে মিষ্টি খাওয়াতে যায় সেই মুহূর্তের ফটো তুলে নেয় পলাশ। বৌদিকে ‘নষ্ট মেয়ে’ তকমা দিয়ে বাড়ি থেকে তাড়ানোর জন্য এমনটা করে সে। অপরদিকে ঠিক সেই সময় বাড়ি এসে হুলুস্থুল কাণ্ড শুরু করে পরাগ। ফাঁকা বাড়িতে শিমুল এবং তার প্রাক্তন প্রেমিককে দেখে মেজাজ হারায় সে। পরাগ, পলাশ এবং প্রতীক্ষা মিলে রীতিমতো শিমুলকে জেরা করতে থাকে।

আরও পড়ুনঃ ‘যেখানে প্রয়োজন নেই সেখান থেকে সরে আসি’, সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শিমুলের শাশুড়ি

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Palash and Pratiksha

এসবের মাঝেই শিমুলকে চুলের মুটি ধরে মারে পরাগ। তখন রুখে দাঁড়ায় শতদ্রু। তবে ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে আরও বড় ধামাকা। কারণ কালকের এপিসোডে দেখতে পাবেন, অসভ্যতার সীমা অতিক্রম করতেই পলাশের দিকে লাঠি নিয়ে তেড়ে গিয়েছে শিমুল।

https://youtu.be/g7thguhiiD8

আগামীকাল দেখা যাবে, পলাশ এবং প্রতীক্ষা মিলে শিমুলকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। শিমুলের চরিত্র নিয়ে একের পর এক নোংরা মন্তব্য করতে থাকে তারা। পলাশ বলে, প্রাক্তন প্রেমিককে বাড়ি ডেকে এসব করবে বলেই গয়না বন্ধক রেখে শাশুড়িকে ঘুরতে পাঠিয়েছে শিমুল।

এত বড় অপবাদ কিছুতেই মানতে না সে। সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে শিমুল দেওরের দিকে তেড়ে যায়। বৌয়ের রুদ্ররূপ দেখে চোখ বড় বড় হয়ে যায় পরাগের। পলাশ কি তাহলে এবার শিমুলের হাতে লাঠিপেটা খাবে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥