• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘যেখানে প্রয়োজন নেই সেখান থেকে সরে আসি’, সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শিমুলের শাশুড়ি

Published on:

All you need to know about Shimul's mother in law madhubala actress Rita Dutta Chakraborty

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)। যিনি এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’য় শিমুলের শাশুড়ি মধুবালার চরিত্র। যার জন্য এই মুহূর্তে বাংলা সিরিয়ালের সবথেকে খারাপ শাশুড়ির হিসাবে প্রতিনিয়ত দর্শকদের সমালোচনার মুখে পড়ছেন তিনি। যা একই সাথে তাঁর কাছে যেমন আনন্দের তেমনই রয়েছে এই চরিত্রে অভিনয় করার কষ্ট।

সম্প্রতি সিটি সিনেমার সাথে এক খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন এই প্রবীণ অভিনেত্রী। সেখানে অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন আড্ডায় বসে ছিলেন এই প্রবীণ অভিনেত্রী। এদিন অভিনেত্রী জানিয়েছেন তিনি নিজের অভিনয় জীবনে বহু পজিটিভ এবং নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। তবে এই মধুবালা চরিত্রটির মতো ভার আজ পর্যন্ত কোনো চরিত্রের জন্য বহন করতে হয়নি তাঁকে।

Kar Kache Koi Moner Kotha serial Shimul's mother in law trolled on social media 

ব্যক্তিগতভাবে অভিনেত্রী বিশ্বাস করেন যখন তিনি যে চরিত্রে অভিনয় করেন তখন তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হয়।  এক্ষেত্রে তাঁর অভিনীত এই মধুবালা চরিত্রটিও তাই। এই কারণেই এই চরিত্র থেকে যখন তিনি বেরিয়ে আসেন তখন তার নিজেকে খুঁজে পেতেই বেশ খানিকটা সময় লেগে যায়। তবে এদিন নির্দ্বিধায় অভিনেত্রী স্বীকার করেছেন পর্দায় শিমুলের সাথে অত্যাচার করার অভিনয় করার সময় তার নিজেরও বেশ কষ্ট হয়।

আরও পড়ুনঃ এবার বুঝবে মূল্য! সন্ধ্যার অ্যাকসিডেন্ট হতেই ভেঙে পড়ল নীল, ফাঁস ‘সন্ধ্যাতারা’র আগাম পর্ব

তবে সেইসাথে অভিনেত্রী এদিন জানিয়েছেন  এই ধরনের চরিত্র করতে গেলে যতই কষ্ট হোক না কেন বাস্তবে কিন্তু সত্যিই এই ধরনের চরিত্র রয়েছে। অভিনেত্রী এদিন জানিয়েছেন মধুবালার চরিত্রটি এমন হওয়ার পিছনে রয়েছে বেশ কিছু কারণ। সে যখন শ্বশুরবাড়িতে নতুন বউ হয়ে  এসেছিল তখন তাঁর সাথেও তাঁর শাশুড়ি-ননদরা এমনই কিছু শারীরিক এবং মানসিক অত্যাচার করেছিল।

আরও পড়ুনঃ দুর্জয়ের ভরসায় ডাক্তার হতে বাড়ি ছেড়ে চরম বিপদে রানী! টিভির আগেই ফাঁস মহাধামাকা প্রোমো

Rita Dutta Chakraborty, Rita Dutta Chakraborty interview

সেই থেকেই তার মনের মধ্যে না পাওয়ার জন্য অনেক রাগ অভিমান জমা ছিল। তাই তিনি নিজে বউ হয়ে এসে যে ব্যবহার পেয়েছিলেন নিজের ছেলের বউয়ের সাথেও সেটাই করে চলেছেন তিনি। সিরিয়ালের সেটে সহ অভিনেত্রীদের সাথে অভিনয় করার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন বিষয়টা তাঁর কাছে একটা মজার খেলার মত। এদিনের সাক্ষাৎকারে প্রথম দিকে  সমস্ত সহ অভিনেতা-অভিনেত্রীদের কথা বললেও শিমুল অভিনেত্রী মানালির কথা বলতে শোনা যায়নি তাঁকে ।

পরে যখন তার কাছে জানতে যাওয়া হয় সিরিয়ালের মত বাস্তবেও কি তিনি পর্দার শিমুল অর্থাৎ মানালি কে এড়িয়ে চলেন?তখন তিনি হাসতে হাসতে বলেন মানালির  সাথে তিনি বহুদিন ধরে কাজ করতেন।  তাই তার বিষয়ে আলাদা করে বলার প্রয়োজন মনে হয়নি তাঁর।

প্রসঙ্গত সিরিয়ালকে ঘরবাড়ি মনে করলেও ওটিটিতে কাজ করার ইচ্ছা রয়েছে অভিনেত্রীর। তবে কারও কাছে কখনও কাজ চাইতে পারেন না তিনি।  এমনকি কোথাও যদি তিনি মনে করেন তাঁর প্রয়োজন নেই তাহলে তিনি সেখান থেকে সরে আসেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥