• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখে রাগ থাকলেও মনে ভালোবাসা! পর্ণাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ‘বাবুউউ’, ফাঁস মহাধমকা পর্ব

Updated on:

Parna in danger Srijan saves her from Meghnad

মেঘনাদের (Meghnad) হাসিটাই হয়ে উঠে হয়ে উঠবে কাল। এই হাসি শুনে দত্ত বাড়ির জিনিয়াস বৌমা পর্ণা (Parna) সবটা ধরে ফেলবে। নিমেষের মধ্যেই তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে সবটা মেঘনাদের আসল চেহারা। আর তারপরেই পর্ণা  মুখোশ খুলে দেবে পুলিশ সেজে থাকা মেঘনাদের। এরপর সবাই জেনে যাবে ওই লোকটাই আসলে ছিনতাই বাজদের লিডার মেঘনাদ।

আজকের পর্বেই দেখা যাবে তুখোর বুদ্ধিধারী পর্ণা মিশন আলফা শুরু হওয়া থেকে গণেশ চুরি যাওয়া কিংবা তদন্ত চলা অবধি সমস্ত ঘটনার পর মিলিয়ে দেখেই পর্ণার মনের মধ্যে কি যেন একটা খচখচ করছিল। তারপর ধীরে ধীরে পর্ণা বুঝে যাবে এই মেঘনাদ আসলে সমস্ত লোকাল থানার পুলিশদের আটক করে রেখে নিজেরা পুলিশ সেজে এসে যোগ দিয়েছে গণেশ মূর্তি আর রুচিরাকে উদ্ধার করার মিশনে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,মেঘনাদ,Meghnad

মেঘনাদ নিজের কাজে প্রায় সফলও হয়ে গিয়েছিল। তাই দত্তবাড়ির  সোনার গণেশ মূর্তি  চুরি করে নিয়ে সে চলেও যাচ্ছিল।  কিন্তু একেবারে মোক্ষম সময় পর্ণা এসে পুলিশ অফিসার সেজে থাকা মেঘনাদকে চিনে ফেলে এবং তার ব্যাগ চেক করার কথা বলে। কিন্তু তখন  অনেক কায়দা করে পুলিশ অফিসার সেজে থাকা মেঘনাথ কথা ঘোরাতে থাকে। কিন্তু অবস্থা বেগতিক বুঝে শেষ মুহূর্তে পর্ণার কপালে বন্দুক ঠেকিয়ে গণেশ মূর্তি সমেত পর্ণাকে  নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিল ওই মেঘনাদ।

আরও পড়ুনঃ ‘যেখানে প্রয়োজন নেই সেখান থেকে সরে আসি’, সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শিমুলের শাশুড়ি

কিন্তু সেই মুহূর্তে একেবারে কাকাবাবুর স্টাইলে সঙ্গে থাকা ক্রাচ দিয়ে মেঘনাদের হাত থেকে বন্দুক ফেলে দেয় সৃজন (Srijan)। আর এরপরই একচোট মারপিট হবে দুপক্ষের মধ্যে। কিন্তু পুলিশের হাতে ধরা পড়লেও এদিন মেঘনাদ পর্ণাকে শাসিয়ে যায় সে আবার ফিরে আসবে আর বুদ্ধির লড়াইয়ে পরের বার তাকে হারিয়ে দেবে।

আরও পড়ুনঃ দুর্জয়ের ভরসায় ডাক্তার হতে বাড়ি ছেড়ে চরম বিপদে রানী! টিভির আগেই ফাঁস মহাধামাকা প্রোমো

https://www.youtube.com/watch?v=v35L9RHruck&pp=ygUj4Kao4Ka_4KauIOCmq-CngeCmsuCnh-CmsCDgpq7gpqfgp4E%3D

এরপর আগামী পর্বে দেখা যাবে সৃজন, চয়ন আর পর্ণা বাড়ি চলে আসলেও  কৃষ্ণা তখনও পর্ণাকেই নানাভাবে কথা শোনাতে শুরু করে। এরপর পুলিশ এসে দত্তবাড়ির সব জিনিস ফিরিয়ে দিয়ে যায়। আর সেইসাথে এই মিশনে পর্ণার দুঃসাহসিকতার প্রশংসা করে পুলিশ তাকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা জানিয়ে যায়।

কিন্তু সে কথা শুনে তা একেবারেই পছন্দ হয় না বাবুর মা অর্থাৎ সৃজনের মা কৃষ্ণার। তবে ঠাম্মাও এদিন বাড়ির সবাইকে বিশেষ করে কৃষ্ণাকে এক হাত নিয়ে তার দিদি ভাইকে সমর্থন করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥