• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কূটনী শাশুড়ি থেকে প্রিয় সখী! শিমুলের প্রতি মধুবালার ব্যবহার পাল্টাতেই ধন্য ধন্য করছে দর্শকেরা

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul Madhubala fly kite together

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’র শিমুল আস্তে আস্তে শাশুড়ির মনে জায়গা করে নিয়েছে। একসময় যে বৌমাকে দেখতে পারতো না মধুবালা, এখন তাকেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, ছেলেদের বিরুদ্ধে গিয়ে বৌমাকে সমর্থন করেছে পরাগের মা। তীর্থ থেকে ফিরে এসে অনেকটাই বদলে গিয়েছে শিমুলের শাশুড়ি। এবার আসন্ন পর্বে শিমুল (Shimul) এবং মধুবালার সম্পর্কের জট আরও কিছুটা খুলবে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, শিমুল নিজের গয়না বন্দক রেখে শাশুড়িকে তীর্থে পাঠিয়েছিল। দুই ছেলে যেখানে টাকা দেয়নি, সেখানে বৌমার থেকে এমন ব্যবহার পেয়ে আপ্লুত হয়ে গিয়েছিল মধুবালা (Madhubala)। ইতিমধ্যেই পরাগের মা স্বীকার করে নিয়েছে, শিমুল খুব ভালো মেয়ে। এমনকি নিজের অবর্তমানে পুতুলকে দেখাশোনার দায়িত্বও বৌমার কাঁধে তুলে দিয়েছেন তিনি।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul Putul and Madhubala

শিমুল-বিপাশাদের গ্রুপে এন্ট্রি নিল মধুবালা!

দূরত্ব ঘুচিয়ে আস্তে আস্তে শাশুড়ি মন অনেকটা জয় করে নিয়েছে শিমুল। সম্প্রতি আবার জি বাংলার তরফ থেকে ধারাবাহিকের নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বৌমার এবং তার বান্ধবীদের সঙ্গে টক্কর দিয়ে ঘুড়ি ওড়াচ্ছে মধুবালা।

আরও পড়ুনঃ তোমার মা হওয়ার দায় ডাক্তারবাবুর নয়! দীপার ধমক শুনেই সন্তানের অধিকার দাবি মিশকার

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha new promo

আরও পড়ুনঃ বিয়ের চার মাস পেরোতেই কোলে ফুটফুটে সন্তান! ছবিসহ সুখবর দিলেন ষ্টার জলসার নায়িকা

কুচুটে শাশুড়ি হয় গেল শিমুলের প্রিয় বান্ধবী!

প্রোমোর শুরুতে দেখা যায়, পুতুল, শিমুল, সুচরিতা, বিপাশারা ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে। চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে, ‘কী হচ্ছে কী ওখানে?’ জিজ্ঞেস করতে করতে ছাদে উঠে আসে পরাগের মা। মধুবালাকে দেখে সঙ্গে সঙ্গে ঘুড়ি, লাটাই লুকিয়ে ফেলে শিমুল-পুতুলরা। এরপর শিমুলের শাশুড়ি বলে, ‘বাড়িটাকে তো একেবারে বাজার বানিয়ে ছেড়েছো সকলে!’ শিমুল শাশুড়ির মন্তব্যের জবাব দিতে যাবে ঠিক সেই সময় তাকে থামিয়ে শাড়ির পিছন থেকে ঘুড়ি আর লাটাই বের করে মধুবালা।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha new promo

সম্পর্কের জট খুলছে শিমুল-মধুবালার

শাশুড়ির হাতে ঘুড়ি-লাটাই দেখে হাসি ফুটে ওঠে শিমুলের মুখে। এরপর বৌমা এবং তার বান্ধবীদের সঙ্গে পাল্লা দিয়ে ঘুড়ি ওড়াতে শুরু করে পরাগের মা। শাশুড়ি মায়ের ঘুড়ি ওড়ানোর ট্যালেন্ট দেখে তাকে জড়িয়ে ধরে শিমুল বলে, ‘তুমি এত সুন্দর ঘুড়ি ওড়াতে পারো মা?’

সেকথা শুনে মধুবালা আবদারের সুরে বলে, ‘শাশুড়িকে তুমি বললে! এখন থেকে কিন্তু তুমি বলতে হবে বলে দিলুম’। পরাগের মায়ের ব্যবহারে এমন বদল দেখে আনন্দিত হয়ে ওঠে শিমুল, বিপাশা, পুতুলরা। সেই সঙ্গেই শাশুড়ি-বৌমা কাছাকাছি আসছে দেখে খুশি হয়েছে দর্শকরাও। এখন শুধু এই পর্ব দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥