• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের চার মাস পেরোতেই কোলে ফুটফুটে সন্তান! ছবিসহ সুখবর দিলেন ষ্টার জলসার নায়িকা

Published on:

Star Jalsha Bengali serial actress shared her baby’s photo on Instagram

বাংলা সিরিয়ালের নায়িকা (Bengali Serial Actress) মানেই দর্শকদের ভীষণ প্রিয়। রোজ টেলিভিশনের পর্দায় দেখতে দেখতে তাঁদের নিজের ঘরের মেয়ের মতোই ভালোবেসে ফেলেন প্রত্যেকে। আর ঠিক সেই কারণেই অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনে কিছু ভালো হলে আনন্দে ভরে যায় সিরিয়ালপ্রেমী মানুষদের মন। সম্প্রতি যেমন জনপ্রিয় এক টেলি নায়িকার মা হওয়ার খবর শুনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রত্যেকে।

আজ থেকে চার মাস আগে ভালোবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মিষ্টি সিং (Misty Singh)। স্টার জলসার (Star Jalsha) ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে অমৃতা চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। মিষ্টির বিয়েতে বসেছিল চাঁদের হাট। বিয়ের কয়েকমাসের মধ্যে বেবি বাম্প সহ ছবি শেয়ার করে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। এবার সন্তানের ছবি শেয়ার করে আরও একটি সুখবর দিলেন তিনি।

Misty Singh, Misty Singh baby bump, Misty Singh pregnant

বিয়ের চার মাসের মধ্যেই মা ?

গাঁটছড়া বাঁধার চার মাসের মধ্যেই বেবি বাম্পের ছবি শেয়ার করে সকলকে অবাক করে দেন মিষ্টি। সেই পোস্ট দেখে রীতিমতো ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কীভাবে বিয়ের মাত্র চার মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হতে পড়লেন তিনি? এবার সন্তানের ছবি শেয়ার করার পরেও একই রকম শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে।

আরও পড়ুনঃ একটা-দুটো নয়, মহালয়ায় দেখা দেবেন তিন মহাদেব, কোন চ্যানেলে কে? রইল পর্দার শিবেদের আসল পরিচয়

সদ্যোজাতর ছবি শেয়ার করে টেলি নায়িকা কী লিখলেন দেখুন

সোশ্যাল মিডিয়ায় একরত্তি সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে মিষ্টি লেখেন, ‘আমার সন্তানের সঙ্গে আলাপ করে নিন। এটা খুব দ্রুত একটা সফর ছিল’। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে অবশ্য তাঁর কোলে সদ্যোজাত নয়, বরং বেশ কয়েকমাসের বড় এক বাচ্চাকে দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ ভুল বুঝতে পেরে ক্ষমাপ্রার্থী নীল! এবার কি করবে ময়ূরী? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র বিচ্ছেদ স্পেশাল পর্ব

Misty Singh, Bengali serial actress Misty Singh

সম্প্রতি পর্দায় সুহানা মা হয়েছে। সেই অনস্ক্রিন সন্তানের সঙ্গেই ছবি শেয়ার করেছেন মিষ্টি। তবে পর্দায় মা হলেও অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। উল্লেখ্য, চলতি বছর মে মাসে প্রেমিক রেমো দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন মিষ্টি। কলকাতায় রাজকীয় বিয়ে সেরে হানিমুনে ইউরোপ উড়ে গিয়েছিলেন দু’জনে। সেখান থেকে ফিরেই জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী।আর তা দেখেই আরও অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Misty Singh (@mistysingh)


আসলে বাস্তবে নয়, বরং রিল লাইফে সন্তানের মুখ দেখেছেন ‘আলতা ফড়িং’ (Aalta Phoring) অভিনেত্রী। সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’এ যোগ দিয়েছেন মিষ্টি। সম্পূর্ণা লাহিড়ী ছেড়ে যাওয়ার পর সুহানা চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই এন্ট্রি হয়েছিল তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥