• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর বন্ধ পড়াশোনা, দিতে হবে ঘোমটা! রানীর হবু শাশুড়ির শর্ত শুনেই ক্ষোভে ফুঁসছে দর্শকরা

Published on:

Star Jalsha Bengali serial Tomader Rani latest update

Tomader Rani New Promo : স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য পথচলা শুরু হয়েছে নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘তোমাদের রানী’র (Tomader Rani)। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে ইতিমধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। সেই সঙ্গেই রানী (Rani) এবং দুর্জয়ের (Durjoy) রসায়নও বেশ ভালোলেগেছে দর্শকদের। স্পষ্টবাদী রানী নিজের ইচ্ছাপূরণের জন্য যেভাবে লড়াই করছে তা ভীষণ পছন্দ সকলের।

‘তোমাদের রানী’র নিয়মিত দর্শকরা জানেন, এই সিরিয়ালের মাধ্যমে সমাজের এক অত্যন্ত কঠিন বাস্তবকে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে দেখানো হচ্ছে, নারীদের কোনও সম্মান নেই। বরং তাদের ‘বোঝা’ হিসেবেই দেখা হয়। ধারাবাহিকের নায়িকা রানীর বাবা, দাদারাও এমনই গোঁড়া মানসিকতার মানুষ। মেয়েরা বেশিদূর পড়াশোনা করবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে এমনটা চায় না তারা। যেনতেন প্রকারেণ এখন তারা রানীকে বিয়ে দিতে চায়।

Tomader Rani, Tomader Rani serial Rani

ইতিমধ্যেই রানীর জন্য পাত্রের সন্ধান করতে শুরু করে দিয়েছে তার বাবা। তবে রানীও চুপ করে থাকার মেয়ে নয়। সে নিজের বাবাকে সাফ বলে দিয়েছে, তার সবকিছু চাই। বিয়ে করে স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি যেমন সে সামলাবে, তেমনই পড়াশোনা করে নিজের পায়েও দাঁড়াবে। উচ্চমাধ্যমিকে দুর্দান্ত ফল করার পর এখন রানীর একটাই লক্ষ্য ডাক্তার হওয়া।

আরও পড়ুনঃ বাপুজি কেক, মোমবাতি দিয়ে জন্মদিন! অরিজিৎ সিংয়ের গোপন কাহিনী জানালেন ‘শ্রীকান্ত’ অভিনেতা

Tomader Rani, Tomader Rani serial Rani

আরও পড়ুনঃ সূর্য অতীত, দর্শকদের মন জিততে জুটি বাঁধছে দীপা-স্বয়ম্ভূ! ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া

যদিও রানীর নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করার সিদ্ধান্তে পাশে নেই তার পরিবার। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যেমন দেখা গিয়েছে, ছেলের বাড়ি থেকে রানীকে দেখতে এসেছে। ছেলের বাড়ির লোকজনকে রানীর বাবা রাখঢাক না করেই বলেন, তিনি নিজের মেয়েকে খুব আদরে বড় করেছেন। সেই জন্য সে রান্নাবান্না করতে জানে না। তবে মেয়ের মধ্যে শেখার আগ্রহ আছে। সে ঝটপট শিখে নিতে পারবে।

যদিও রানীর হবু শাশুড়ি মা সেসব কথায় বিশেষ পাত্তা না দিয়ে একগুচ্ছ নিয়মের কথা বলেন। তিনি বলে দেন, তাদের বাড়ির বৌদের সর্বক্ষণ মাথায় ঘোমটা দিয়ে চলতে হয়। পাশাপাশি এও বলে দেন, বিয়ের পর পড়াশোনাও করা যাবে না। এবার কোন দিকে মোড় নেবে রানীর জীবন? আপাতত এই প্রশ্নই ঘুরছে দর্শকদের মনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥