• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই অমানুষ! স্বামী হয়ে শিমুলকে বিষ দিল পরাগ, টিভির আগেই ফাঁস আজকের ‘তোলপাড়’ করা পর্ব

এই মুহূর্তে সিরিয়ালপ্রেমী দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হল জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha)। শুরুর দিকে ট্রোল হলেও এখন দর্শকদের নয়নের মণি হয়ে গিয়েছে শিমুল, পুতুল, মধুবালারা। চলতি সপ্তাহে বেঙ্গল টপারও হয়েছে এই মেগা। এবার সেই স্থান ধরে রাখতে বিরাট চমক আসছে সিরিয়ালে (Bengali Serial)

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর থেকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছে শিমুল (Shimul)। শাশুড়ি, স্বামী থেকে শুরু করে দেওর- কেউ পাশে ছিল না তার। যদিও এখন পরিস্থিতি বদলেছে। নিজ স্বভাবগুণে মধুবালার (Madhubala) মন জয় করে নিয়েছে শিমুল। আর সেটাই সহ্য করতে পারছে না পরাগ-পলাশ।

   

Zee Bangla Kar Kache Koi Moner Kotha Shimul will Protect Madhubala from Parag and Palash

সেই জন্য ‘পথের কাঁটা’ শিমুলকে সরাতে তাকে প্রাণে মারার ফন্দি করে পরাগ (Parag), পলাশ (Palash) এবং প্রতীক্ষা। চিরতরে পৃথিবী থেকে না সরাতে পারলেও শিমুলের একটা বিরাট ক্ষতি করার ফন্দি আঁটে তিনজনে। সেই পরিকল্পনা মাফিক বিজয়া দশমীর দিন শিমুলকে বিষ মেশানো সিদ্ধি খাইয়ে দেবে পরাগ, পলাশরা।

আরও পড়ুনঃ বধূবরণের পরেও নীলের থেকে চিরতরে মুখ ফেরালো মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র টানটান উত্তেজনার পর্ব

আজকের পর্বে দেখতে পাবেন, ঠাকুর ভাসান দিয়ে আসার পর এক এক করে সবার হাতে সিদ্ধির গ্লাস তুলে দিতে থাকে পরাগ। কিন্তু স্বামীর হাত থেকে সেই গ্লাস নেয় না শিমুল। তখন পরাগের কথা মতো প্রতীক্ষা সেই বিষ মেশানো সিদ্ধির গ্লাস শিমুলের হাতে তুলে দেয়।

আরও পড়ুনঃ সাধের দিনেই মিশকার মুখে ঝামা ঘষল দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র তুলকালাম পর্ব

Kar Kache Koi Moner Kotha Shimul

স্বাভাবিকভাবেই বিষ মেশানো সেই সিদ্ধি খাওয়া মাত্র জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে শিমুল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার জ্ঞান না আসায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিমুলের চিকিৎসা শুরু হওয়ার পর মধুবালা বিপাশাকে শিমুলের বাপের বাড়িতে খবর দেওয়ার কথা বলে।

শ্বশুরবাড়িতে খবর যাবে শুনেই ভয়ে কাঁটা হয়ে যায় পরাগ। ধরা পড়ে যাওয়ার ভয়ে বারবার বাধা দিতে থাকে সে। পরাগের এমন আচরণ দেখে সন্দেহের তীর তার দিকে যায়। ছেলের এমন আচরণ দেখে মধুবালা কী আঁচ করতে পারবে সত্যিটা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।