• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বধূবরণের পরেও নীলের থেকে চিরতরে মুখ ফেরালো মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র টানটান উত্তেজনার পর্ব

Updated on:

Icche Putul Neel wants Last Chance before Divorce Megh ready to part ways

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়েছে মেঘ, নীল, ময়ূরীর মেগা। আর হবে নাই বা কেন! এখন ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব জমজমাট হচ্ছে। একদিকে মেঘকে ফিরে পাওয়ার জন্য উতলা হয়ে উঠেছে নীল, অন্যদিকে ডিভোর্সের সিদ্ধান্তে অনড় মেঘ।

ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, ময়ূরীর (Mayuri) জন্যই আজ মেঘ-নীলের সম্পর্কের এত করুণ দশা। মেঘের মনে আজ নীলের (Neel) জন্য কোনও ভালোবাসা বেঁচে নেই। যদি কিছু অনুভূতি থেকেও থাকে, তাহলেও তা এখন প্রকাশ করতে ভয় পায় মেঘ (Megh)। তবে নীলও হাল ছাড়তে নারাজ। আবারো মেঘের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে।

Icche Putul Megh and Neel

আজকের পর্বে দেখা যায়, মেঘের সঙ্গে কথা বলে নীল এবং শেষবারের মতো একসঙ্গে যাওয়ার অনুরোধ করে সে। মেঘ সেকথা শুনে রাজি হয়ে যায়। এরপর গাড়িতে চালাতে চালাতে আচমকাই আইডি ভুলে যাওয়ার বাহানা করে নীল। এরপর আইডি আনার ছুতো করে মেঘকে নিজের বাড়ি নিয়ে যায় সে।

আরও পড়ুনঃ সাধের দিনেই মিশকার মুখে ঝামা ঘষল দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র তুলকালাম পর্ব

মেঘ যখন গাড়িতে বসে নীলের জন্য অপেক্ষা করছিল, সেই সময় সেখানে গিনি আসে। রূপের হাত থেকে তাকে বাঁচানোর জন্য ফের একবার কৃতজ্ঞতা জাহির করে সে এবং মেঘকে বাড়ির ভেতর আসার অনুরোধ করে। ননদের কথা রাখতে মেঘ অবশেষে গাঙ্গুলী বাড়িতে প্রবেশ করে।

আরও পড়ুনঃ হাজারো সিরিয়ালের ভিড়ে উচ্ছেবাবুকেই চাই! জি বাংলায় ফিরছে ‘মিঠাই’, কি বললেন সৌমিতৃষা?

Icche Putul Megh and Gini

ধারাবাহিকে আগামী পর্বে দেখতে পাবেন, মেঘ চৌকাঠে এসে দাঁড়ানো মাত্রই বরণডালা নিয়ে আসে নীলের মা। সব কিছু ভুলে বৌমাকে বরণ করতে যায় মীনাক্ষী। তখনই রুখে দাঁড়ায় মেঘ। শাশুড়িকে থামিয়ে সবার সামনে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয় সে।

মীনাক্ষী বরণ করতে গেলে মেঘ তাকে মুখের ওপর থামিয়ে দিয়ে বলে, নিজের স্বার্থসিদ্ধি করার জন্য ফের একবার তাকে ঠকালো নীল। আবারো তার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দিল। মেঘের মুখ থেকে একথা শুনে হতবাক হয়ে যায় নীল। এরপর কোন দিকে মোড় নেবে মেঘ-নীলের সম্পর্ক? সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥