• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাধের দিনেই মিশকার মুখে ঝামা ঘষল দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র তুলকালাম পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa exposes Mishka’s plan on her baby shower

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি (Bengali Serial) এখন একেবারে জমে উঠেছে। একদিকে সূর্য-দীপাকে আলাদা করার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে মিশকা। অন্যদিকে প্রত্যেক পদে পদে তাকে মাত দিচ্ছে দীপা। সাধের দিন যেমন ফের সবার সামনে মিশকার মুখে ঝামা ঘষে দেবে দীপা। আজকের পর্বে দেখতে পাবেন সেই দৃশ্য।

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, নিজেই নিজের সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করেছে মিশকা (Mishka)। শুধু তাই নয়, অবিবাহিত হয়েও সিঁদুর, শাঁখা, পলা পরে সবার সামনে আসে সে। আজকের পর্বে দেখতে পাবেন, নিজের সাধ উপলক্ষ্যে অনেক মানুষকে নিমন্ত্রণ করেছে মিশকা। অতিথিদের সামনে সে এটা প্রমাণ করতে চায়, সেনগুপ্ত বাড়িতে তাকে ভীষণ কষ্টে রাখা হয়েছে।

Anurager Chhowa Mishka Baby Shower

তবে মিশকার পুরো পরিকল্পনায় জল ঢেলে দেয় দীপা (Deepa)। সে এমনভাবে সবকিছু সাজায় যাতে দেখে মনে হয় সম্পূর্ণ অনুষ্ঠানের আয়োজন সেনগুপ্ত বাড়ির সদস্যরাই করেছে। প্ল্যান ভেস্তে গিয়েছে দেখে মিশকা এরপর নতুন নাটক শুরু করে।

আরও পড়ুনঃ আর নয় দীপা-জগদ্ধাত্রী! দর্শকদের মন জিতে বাংলার সেরা হল কে? চমকে দিচ্ছে এসপ্তাহের TRP তালিকা

মিশকা দাবি করে, সে স্বাভাবিক পদ্ধতিতে গর্ভবতী হয়েছে। এমন কিছু একটা হতে পারে তা অবশ্য আগে থেকেই আঁচ করেছিল দীপা। তাই সঙ্গে সঙ্গে সে মিশকার ডাক্তারের জবানবন্দির ভিডিওটা সবাইকে দেখিয়ে দেয়। মিথ্যে ধরা পড়ে যাচ্ছে দেখে মিশকা সেই ভিডিওটা মিথ্যে বলে দাবি করতে থাকে।

আরও পড়ুনঃ চরম অর্থকষ্টে কেটেছে ছোটবেলা, ‘পনির কাকে বলে জানতাম না’! সাক্ষাৎকারে অকপট ঊষা উত্থুপ

Anurager Chhowa Deepa and Mishka

তখন দীপা মিশকাকে বলে, আসল সত্যিটা সবাই জেনে গিয়েছে। তাই এই মিথ্যে নাটক করে আর কিছু হবে না। এরপর সূর্য (Surjya) মিডিয়ার সামনে গিয়ে বলে, মিশকার গর্ভের সন্তান যেহেতু সেনগুপ্ত পরিবারের তাই তাকে তারা গ্রহণ করবে। কিন্তু মিশকার মতো একজন ঠগ, মিথ্যেবাদী, জোচ্চোরের কোনও আশ্রয় তাদের বাড়িতে হবে না।

এতকিছু হওয়ার পর সবাই সেখান থেকে চলে যায়। এরপর মিশকা নিজের সাধের থালা থেকে খাবার নিয়ে খেতে থাকে। অন্যদিক রোজকার এই ঝামেলায় বিরক্ত হয়ে গিয়ে এক কঠিন সিদ্ধান্ত নেয় সূর্য। সে বলে, এই পরিস্থিতি থেকে রেহাই পেতে হলে তাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে। সেকথা শুনে চমকে যায় লাবণ্য আর দীপা। তাহলে কি সত্যিই শেষ পর্যন্ত স্ত্রী-সন্তানদের নিয়ে দূরে কোথাও চলে যাবে সূর্য? জানতে হবে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥