• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দায় কামব্যাক করছেন ‘কী করে বলবো তোমায়’ অভিনেত্রী? নিজেই সুখবর দিলেন স্বস্তিকা

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে এমন খুব কম শিল্পী রয়েছেন যারা খুব কম সময়ের মধ্যে দর্শকমনে স্থান করে নিয়েছেন। এমনই একজন অভিনেত্রী হলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। ছোটপর্দা, বড়পর্দা থেকে শুরু করে ওয়েব প্ল্যাটফর্ম, সব মাধ্যমেই অবাধ বিচরণ তাঁর। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একাধিক হিট বাংলা সিরিয়াল (Bengali Serial)

ছোটপর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া শুরু হলেও এই মুহূর্তে মূলত সিনেমা এবং ওয়েব সিরিজের কাজে মনোনিবেশ করেছেন স্বস্তিকা। অনেক মাস হয়ে গেল টেলিভিশনে দেখা নেই তাঁর। স্বাভাবিকভাবেই অনুরাগীরা তাঁকে টেলিপর্দায় (Television) দেখার জন্য মুখিয়ে আছেন। ফের কবে ছোটপর্দায় ফিরবেন স্বস্তিকা? এই অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে।

   

Swastika Dutta, Bengali serial actress who are working in web series

বর্তমানে একটি সিনেমায় কাজে ব্যস্ত আছেন স্বস্তিকা। পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকির ‘আলাপ’ ছবির শ্যুটিং করছেন তিনি। অভিনেত্রী জানান, সিনেমা হোক সিরিয়াল, কাজের ক্ষেত্রে কখনও বাছবিচার করেন না তিনি। পর্দার ঝিলমিলের কথায়, ‘আমি কোনও রকম পরিকল্পনা নিয়ে এগোতে পারি না। কারণ আমার সুবিধা অনুযায়ী তো চ্যানেল অথবা প্রযোজক আমায় কাজ দেবেন না। তাই যেমন কাজ আসে, আমি সেভাবেই পর পর করি’।

আরও পড়ুনঃ ‘বাবু’ না ‘সোনা’ বিয়ের পর কাঞ্চনকে কি বলে ডাকছেন শ্রীময়ী? নিজেই জানালেন অভিনেত্রী

স্বস্তিকা একই সাক্ষাৎকারে বলেন, বিনোদন ইন্ডাস্ট্রিতে (Tollywood) এমন খুব কম সংখ্যক অভিনেত্রী রয়েছেন যারা বড়পর্দার পাশাপাশি ছোটপর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে সমান দক্ষতার সঙ্গে কাজ করছেন। তিনি নিজে তাঁদের মধ্যে অন্যতম। স্বস্তিকার কথায়, ‘এই সময়ে দাঁড়িয়ে আমি মনে করি, দর্শকদের সামনে যতটা থাকা যায়, ততটাই তাঁদের মনেও থাকা সম্ভব। কারণ প্রতিনিয়ত দর্শকদের পছন্দ বদলাচ্ছে’।

Swastika Dutta upcoming Bengali serial

দীর্ঘদিন হয়ে গেল টেলিভিশনের পর্দায় দেখা নেই স্বস্তিকার। গত বছর জুলাই মাসে স্বস্তিকা অভিনীত ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকটি শেষ হয়েছে। এরপর আর ছোটপর্দায় সেভাবে দেখা যায়নি তাঁকে। ধারাবাহিকের দুনিয়া থেকে এতটা দূরত্ব কেন বাড়ালেন তিনি?

আরও পড়ুনঃ তোলপাড় করা টুইস্ট! মা হবে শিমুল? নতুন প্রোমো আসতেই তুমুল চর্চায় ‘কার কাছে কই মনের কথা’

প্রশ্নের জবাবে স্বস্তিকা হেসে বলেন, ‘কী করে বলবো তোমায়’ এর পর সিরিয়ালের কাজে দেড় বছরের বিরতি ছিল। তখন আমি ছবি আর ওয়েব সিরিজ করেছিলাম’। বর্তমানে অভিনেত্রীর হাতে বেশ কিছু প্রোজেক্ট আছে। এর মধ্যে বেশ কিছু কাজ প্রকাশ পাওয়াও বাকি। সেই সঙ্গেই নতুন কিছু প্রোজেক্টের কথাও চলছে। তাই কবে ফিরবেন সেটা এখনই নিশ্চিত হয়ে বলতে পারছেন না স্বস্তিকা।