• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সমুদ্রে গিয়েও মহাবিপদ, শিমুলের চোখের সামনেই তলিয়ে গেল পুতুল! ফাঁস টানটান উত্তেজনা ভরা পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul got scared seeing Putul in the sea

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত বাস্তবভিত্তিক একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। মেয়েদের দুর্দশার কাহিনী দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। বিশেষত, নায়িকা শিমুলের অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। বাকি নায়িকাদের মতো চোখের জল না ফেলে সে যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে সেটাই সবার ভীষণ ভালোলেগেছে। তবে এবার ঘুরতে গিয়ে সেই শিমুলই (Shimul) মহা বিপদে পড়ল।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, শাশুড়ির থেকে অনুমতি নিয়ে বিপাশা, সুচরিতা, শীর্ষাদের সঙ্গে মন্দারমণি (Mandarmani) ঘুরতে এসেছে শিমুল। সঙ্গে নিয়ে এসেছে ননদ পুতুলকেও (Putul)। সবাই মিলে সমুদ্রে একটু মজা করবে এটাই তাদের ইচ্ছা ছিল। কিন্তু সেই ইচ্ছাই এবার ভেস্তে যেতে চলেছে। কারণ সমুদ্রের (Sea) জলে ডুবে যেতে বসবে পুতুল।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে, শিমুল, বিপাশারা সুচরিতার জন্মদিনের প্ল্যানিং নিয়ে ব্যস্ত ছিল। কীভাবে এই দিনটিকে বিশেষ করে তোলা যায় তা নিয়েই কথা বলছিল প্রত্যেকে। সেই সুযোগেই একটি একটু করে সমুদ্রের দিকে এগোতে থাকে পুতুল। সবার অন্যমনস্কতার সুযোগ নিয়ে জলের অনেকটাই গভীরে চলে যায় সে।

আরও পড়ুনঃ আমায় একা করে যেও না! দীপা কোমায় যেতেই কান্নায় ভেঙে পড়ল সূর্য, উচিত শিক্ষা হয়েছে বলেছে দর্শকেরা

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Putul drowning

এরপর হঠাৎ শিমুল খেয়াল করে যে পুতুল তাদের সঙ্গে নেই। তারপর সবাই মিলে পুতুলকে খুঁজতে শুরু করে। তখন দেখা যায়, সমুদ্রের অনেকটা গভীরে চলে গিয়েছে পুতুল এবং সেখানে গিয়ে সে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। ননদের অবস্থা দেখে বুক কেঁপে ওঠে শিমুলের।

আরও পড়ুনঃ মা নামের কলঙ্ক! ময়ূরীর কথা শুনেই মেঘকে অপমান, ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব দেখে ক্ষুদ্ধ দর্শকেরা

https://youtu.be/WOWbc5yNpT8

এরপর সে গিয়ে কয়েকজনকে অনুরোধ করে বলে, পুতুলকে পাড়ে নিয়ে আসার জন্য। এরপর তারা পুতুলকে নিয়ে আসে। কাউকে কিছু না বলে একা একা সমুদ্রে চলে যাওয়ায় পুতুলকে বকাবকি করে শিমুল। শেষ পর্যন্ত একটা বিরাট দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পায় সকলে। যদিও বাড়ি ফেরার পর পরাগ, পলাশ এবং তাদের মা একথা জানার পর কেমন প্রতিক্রিয়া হবে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥