• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা নামের কলঙ্ক! ময়ূরীর কথা শুনেই মেঘকে অপমান, ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব দেখে ক্ষুদ্ধ দর্শকেরা

Published on:

Iccheputul serial Madhumita again insults Megh audience got angry on her

জি বাংলার (Zee Bangla) পর্দা সম্প্রচারিত এক ঝাঁক বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে বেশ অন্যরকম একটি সিরিয়াল হল ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul)। এই ধারাবাহিকের নায়িকা মেঘ (Megh) এখন দর্শকদের নয়নের মনি। অন্যদিকে মেঘের দিদি ময়ূরীর (Mayuri) চক্রান্তে নায়ক সৌরনীলের (Souraneel) সাথে এখন খুবই তিক্ত মেঘের সম্পর্ক। রূপের মতো একটা চরিত্রহীন ছেলের সাথে মেঘের নাম জড়িয়ে তাকে কলঙ্কিত করার পর এবার ময়ূরী পড়েছে সিরিয়ালের নতুন নায়ক জিষ্ণুর পিছনে।

নীলের মনে মেঘের সম্পর্কে নতুন করে সন্দেহর বীজ তৈরি করতে এখন অকারণেই জিষ্ণুর সাথে মেঘের নাম জড়াচ্ছে ময়ূরী। আর সৌরনীল অতিরিক্ত পজেসিভ থেকে বারবার ভুল বুঝে মেঘকে। আর যখন যেভাবে পারছে অপমান করে চলেছে মেঘকে। তাই এবার তাদের ডিভোর্স হওয়াটা একপ্রকার অনিবার্য। সদ্য দেখা গিয়েছিল নীলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার তাগিদ থেকেই মেঘ একপ্রকার বাধ্য হয়েই ময়ূরীকে রক্ত দেওয়ার আগে তাকে ব্ল্যাকমেইল করে তাকে দিয়ে সমস্ত সত্যিটা উগরে নিয়েছিল।

Iccheputul serial Madhumita again insults Megh audience got angry on her

কিন্তু এখন সুস্থ হওয়ার পর ময়ূরী আবার যথারীতি মেঘের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। মায়ের কাছে ভালো সাজতে ময়ূরী এখন বলছে সেই মুহূর্তে প্রাণে বাঁচার জন্যই মেঘের বলা মিথ্যে কথাগুলো নিজে বলতে বাধ্য হয়েছিল। আর ময়ূরীর অসহায় ভ্যান করার নাটক দেখে আবার গোলে গিয়েছে তার মা।

আরও পড়ুনঃ তবে জল্পনাই সত্যি? জন্মদিনেও পাশে নেই, স্পষ্ট দিব্যজ্যোতি-স্বস্তিকার মাঝের দূরত্ব!

অন্যদিকে মেঘ যাতে গুরুজীর বলা গানের কম্পিটিশনে অংশ নিতে না পারে তাই মেঘের গলা খারাপ করতে মেঘের ঘরে মশা মারার স্প্রে ছড়িয়ে দিয়ে এসেছিল ময়ূরী। কিন্তু এত কিছুর পরেও এই ধারাবাহিকের দর্শকদের সবথেকে বেশি অবাক করে দিচ্ছে  মেঘের মা মধুমিতা দেবীর চরিত্রটি।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে ডাবল ধামাকা, একসাথে ফুলকি-পর্ণা, ফাঁস ‘ গোপাল চুরির রহস্য ভেদ’ পর্ব

https://youtu.be/UzpBNz0x6Ls?si=5UoVVZFzt9LwtgcE

মেঘ ময়ূরী দুজনেই তার নিজের পেটের মেয়ে হওয়া সত্বেও তিনি মেঘের সাথেই সারাক্ষন সৎ মায়ের মত ব্যবহার করেন।দুই মেয়ের প্রতি তার এই দ্বিচারিতা দেখে দর্শকরা তাকে বলছেন তিনি ‘মা নামের কলঙ্ক’। মাত্র কদিন আগেই দেখা গিয়েছে ময়ূরীর মুখে সমস্ত সত্যি শোনার পর মেঘের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। আর এবার ময়ূরী সুস্থ হয়ে বাড়ি ফিরতেই  উল্টো সুরে আবার মেঘকেই অপমান করছে তার নিজের মা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥