• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৈবাহিক ধর্ষণের অভিযোগে জেল খাটবে পরাগ, পুলিশের কাছে শিমুল! ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul goes to police station against Parag

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারবাহিকের শিমুলের কষ্ট যেন কিছুতেই শেষ হচ্ছে না। বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর থেকে শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে হচ্ছে তাকে। জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে মারধর করা- পরাগ বাদ রাখেনি কিছুই। তবে এবার শিমুলের সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। সেই জন্য সোজা পুলিশে গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ ঠুকেছে সে।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, শাশুড়ি মধুবালার (Madhubala) কথা শুনে আরও একবার নিজের সংসার গুছিয়ে নেওয়ার চেষ্টা করে শিমুল। পুতুলের ঘর ছেড়ে ফের পরাগের (Parag) ঘরে থাকতে যায় সে। কিন্তু ঘরে ঢোকামাত্রই শিমুলকে (Shimul) নোংরা নোংরা কথা বলতে থাকে পরাগ। বিয়ের আগের সম্পর্ক নিয়ে স্ত্রীকে একাধিক খোঁটা দিতে থাকে সে।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala got angry at Parag

এত অপমান শোনার পর শিমুল প্রতিবাদ করতে গেলে তাকে সজোরে ধাক্কা দিয়ে ‘বিছানায় যাওয়া’র কথা বলে পরাগ। আর তখনই খাটের কোণায় লেগে শিমুলের মাথা ফেটে যায়। আজকের পর্বে দেখতে পাবেন, শিমুলের আঘাত দেখে পুতুল (Putul) সেই বিষয়ে জিজ্ঞেস করে। তখন মধুবালার কাছে গিয়ে পরাগের কুকীর্তি ফাঁস করে শিমুল।

আরও পড়ুনঃ নতুনকে জায়গা দিতে ঘেঁটে ঘ! রইল রাতারাতি পাল্টে যাওয়া ষ্টার জলসার সমস্ত সিরিয়ালের টাইম স্লট

বৌমার কষ্ট দেখে দু’চোখে জল চলে আসে মধুবালার। সে বুঝতে পারে, শিমুলকে পরাগের ঘরে থাকতে পাঠিয়ে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সেই জন্য জোর দিয়ে আর কোনও কথা বলার সাহস হয় না তার। এরপর কাউকে তেমন কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় শিমুল।

আরও পড়ুনঃ স্বল্প পোশাকে মোহময়ী, ‘হুসন জাওয়া’ গানে রুকমাকে দেখে বেহুশ নেটপাড়া, ভিডিও না দেখলেই মিস!

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Madhubala

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোজ রোজ পরাগের শারীরিক অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে শিমুল। সেই জন্য শেষমেষ এবার পুলিশের দ্বারস্থ হয় সে। থানায় গিয়ে শিমুল বলে, ‘আমি রোজ রাজে এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমি বৈবাহিক ধর্ষণের শিকার’। সেকথা শুনে অবাক হয়ে যায় পুলিশ অফিসার।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul in police station

তাহলে কি এবার নিজের অত্যাচারের জন্য সাজা পাবে পরাগ? বৈবাহিক ধর্ষণ, স্ত্রীকে মারধর করার জন্য জেলের ঘানি টানবে নাকি ফের আবার ছাড়া পেয়ে যাবে সে? দর্শকদের মনে উঁকি দিয়ে এমনই নানান প্রশ্ন। উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥