• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বল্প পোশাকে মোহময়ী, ‘হুসন জাওয়া’ গানে রুকমাকে দেখে বেহুশ নেটপাড়া, ভিডিও না দেখলেই মিস!

Updated on:

Roopsagore Moner Manush actress Rooqma Ray makes a reel video on Aa Jane Jaan song

বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রুকমা রায় (Rooqma Ray)। স্টার জলসা, জি বাংলার একাধিক জনপ্রিয় সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। কখনও ‘কিরণমালা’, কখনও ‘মাম্পি’রূপে তাঁকে দেখেছেন দর্শকরা। এই মুহূর্তে সান বাংলার ‘রূপসাগরে মনের মানুষ’ (Roopsagore Moner Manush) ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি সেই অভিনেত্রীরই একটি বোল্ড ভিডিও ঝড় তুলেছে নেটপাড়ায়।

সিরিয়ালে অভিনয়ের সৌজন্যে রুকমাকে মূলত শাড়ি-চুড়িদারেই দেখেছেন দর্শকরা। পর্দায় বোল্ড লুকে খুব একটা দেখা যায়নি অভিনেত্রীকে। সেই জন্য রুকমার নাম উঠলেই তাঁর ট্র্যাডিশনাল লুকের কথাই প্রথম মাথায় আসে অনুরাগীদের। তবে বাস্তব জীবনে শাড়ি-চুড়িদারের পাশাপাশি ওয়েস্টার্ন ড্রেসও পরেন এই টেলি নায়িকা। সম্প্রতি যেমন এমনই একটি ছোট্ট পোশাকে নিজের ভিডিও শেয়ার করেছেন তিনি।

Rooqma Ray, Rooqma Ray Baby

রুকমার ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিলেই দেখা যায়, প্রায় রোজই নিত্যনতুন রিল ভিডিও আপলোড করেন তিনি। সম্প্রতি যেমন করিনা কাপুরের ‘জানে জান’ ছবির টাইটেল ট্র্যাক ‘আ জানে জা’ (Aa Jane Jaan) গানে একটি রিল ভিডিও বানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মেঘই ঠিক ছিল, ক্ষমা চেয়ে নিজেকে শেষ করে দেবে গিনি! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

‘রূপসাগরে মনের মানুষ’ নায়িকার শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে নুডলস স্ট্র্যাপ ড্রেস এবং বাদামি রঙের জ্যাকেট। তবে ছোট্ট পোশাকের ওপর থেকে রুকমা জ্যাকেট সরাতেই বেরিয়ে আসে তাঁর সুপার কুল লুক। কার্নিশে বসে খোলা চুলে অভিনেত্রীর শরীরী হিল্লোল যেন ঝড় তুলেছে অনুরাগীদের হৃদয়ে।

আরও পড়ুনঃ বলিউডে কাজ করে বেড়েছে অহংকার! পরমব্রতকে নিয়ে বিস্ফোরক পর্দার ‘শিমুল’ মানালি

Rooqma Ray, Rooqma Ray bold

রুকমা এই ভিডিও শেয়ার করতেই লাইক-কমেন্টের বন্যা বইতে শুরু করে দেয়। গীত রায় থেকে শ্রীতমা রায় চৌধুরী- টেলি দুনিয়ার একাধিক অভিনেত্রী কমেন্ট করতে থাকে রুকমার পোস্টে। শ্রীতমা লিখেছেন,’ও মাই গড। পুরো ডিভা তো’। গীত আবার আগুনের ইমোজি দিয়েই নিজের মনের কথা ব্যক্ত করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

বৃষ্টির দিনে রুকমার এই বোল্ড ভিডিও যে নেটপাড়ার উষ্ণতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বেশ পরিষ্কার। সেই সঙ্গেই অনেকে অভিনেত্রীর ফ্যাশান সেন্সেরও তারিফ করেছেন। পুজোর আগে পর্দার পূর্ণার এই সুপার কুল স্টাইল যে নেটিজেনদের নজর কেড়েছে তা কমেন্ট বক্স দেখলেই বুঝে নেওয়া যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥