• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুনকে জায়গা দিতে ঘেঁটে ঘ! রইল রাতারাতি পাল্টে যাওয়া ষ্টার জলসার সমস্ত সিরিয়ালের টাইম স্লট

Updated on:

multiple serials of Star Jalsha will change this month here is the new schedule

সিরিয়ালপ্রেমী মানুষদের বিনোদনের ঠিকানা হল স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা। টেলিভিশনের পর্দায় রোজ পছন্দের সিরিয়াল (Bengali Serial) দেখাটা বহু মানুষের অভ্যেস। আর একদিন প্রিয় ধারবাহিক মিস হলেই হয়ে যায় মন খারাপ। আর সেই মন খারাপ যাতে না হয় সেই জন্য ঝটপট জেনে নিন নতুন সময়সূচী। কারণ শীঘ্রই স্টার জলসার একাধিক মেগার সময় (Time Slot) ওলটপালট হতে চলেছে।

ইতিমধ্যেই জলসার আসন্ন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র (Tume Ashe Pashe Thakle) প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে। রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায় অভিনীত এই ধারাবাহিকে ভৌতিক কাহিনী দেখানো হবে বলে খবর। আর এই মেগার জন্যই পাল্টে যাচ্ছে স্টার জলসার পুরনো সময়সুচী। একটি ধারাবাহিক শেষ হওয়ার সঙ্গে বেশ কিছু সিরিয়ালের সময় বদলাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ!

Gaatchora might end soon for Bengali serial Tumi Ashe Pashe Thakle

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, পুজোর পরেই ‘গাঁটছড়া’র (Gaatchora) সফরে ইতি পড়তে চলেছে। জলসার অন্যতম পুরনো এই মেগা রাত ১০:৩০টার স্লটে সম্প্রচারিত হয়। গুঞ্জন শোনা যাচ্ছে, এবার থেকে এই স্লটে দেখানো হবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। অর্থাৎ সন্ধ্যা ৬:৩০ থেকে সোজা রাত ১০:৩০টায় চলে আসছে কমলা ও মানিকের কাহিনী।

আরও পড়ুনঃ রিয়্যালিটি শো মানেই নাটক-ঝামেলা দেখিয়ে আসে TRP! বিস্ফোরক ‘ইন্ডিয়ান আইডল’ বিচারক কুমার শানু

বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে ভিন্ন ধরণের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithviraj)। কমলা-মানিকের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। টিআরপি তালিকায় খুব একটা কামাল না দেখাতে পারলেও দর্শকমহলে ধারাবাহিকটির ভালো জনপ্রিয়তা বেশ ভালো। তাই স্বাভাবিকভাবেই স্লট বদলের খবরে বেশ মন খারাপ হয়ে গিয়েছে এই সিরিয়ালের ভক্তদের।

আরও পড়ুনঃ মেঘই ঠিক ছিল, ক্ষমা চেয়ে নিজেকে শেষ করে দেবে গিনি! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

Kamala O Sreeman Prithwiraj, Kamala O Sreeman Prithwiraj end

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র স্লট বদলের পর সন্ধ্যা ৬:৩০টায় ‘তুমি আশেপাশে থাকলে’ দেখানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে শুধু এই একটি ধারাবাহিক নয়, জলসার পর্দায় নাকি আরও বেশ কয়েকটি নতুন ধারাবাহিক লঞ্চ হয়ে চলেছে। সূত্রের খবর, এই সিরিয়াল এসে ‘তুঁতে’ কিংবা ‘বাংলা মিডিয়াম’র স্লট কাড়তে পারে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত এই গুঞ্জন সত্যি হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥