• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরাগকে ডিভোর্স দিয়ে শতদ্রুর কাছে শিমুল, কেঁদে ভাসাচ্ছে মধুবালা! টিভির আগেই ফাঁস আসন্ন পর্ব

Published on:

Kar Kache Koi Moner Kotha Shimul choose Shatadru over Parag

বিয়ের পর থেকে স্বামীর অত্যাচার সহ্য করে আসছে ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুল। শারীরিক অত্যাচারের পাশাপাশি মানসিকভাবেও অত্যাচারিত হচ্ছে সে। তবে এবার সহ্যের দিন শেষ। পরাগের  বাড়বাড়ন্তের সীমা অতিক্রম করতেই এবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে নিল শিমুল। শতদ্রুর হাত ধরে নতুন জীবন শুরুর কথা জানিয়ে দিল শাশুড়িকে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সদ্য বিয়ে হয়েছে পলাশ-প্রতীক্ষার। দেওরের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল শিমুল। হাসি মুখে সব কাজ করেছে সে। কিন্তু তারপরেও স্বামী, দেওর, জায়ের মন জয় করতে ব্যর্থ হয়েছে। উল্টে গয়না চুরির অপবাদ দেওয়া হবে তার ওপর। আর তারপরেই সংসার ছাড়ার সিদ্ধান্ত নেবে শিমুল!

Kar Kache Koi Moner Kotha promo Shimul and Pratiksha

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ধারাবাহিকের নতুন প্রোমোশেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সংসারের সকল খুঁটিনাটি প্রতীক্ষাকে বুঝিয়ে দিচ্ছে শিমুল। মধুবালা যে চায়ের সঙ্গে চিনি খায় না সেটাও বলে দেয় সে। এসব দেখে পরাগের মা হাসতে হাসতে বলে, বলছি ও তো চাকরি-বাকরি করা মেয়ে। ও হেঁশেল ঠেলবে নাকি!

আরও পড়ুনঃ উড়ন্ত সিঁদুর ছুটন্ত মালা ফেল! ভুতে সিঁদুর পড়াচ্ছে সিরিয়ালে, ভিডিও দেখে মাথায় হাত দর্শকদের

শাশুড়ি কথা সম্পূর্ণ হতেই শিমুল বলে, এই সংসারে আমার প্রয়োজন ফুরিয়েছে। এবার আমায় মুক্তি দাও মা। এরপরেই সেখানে আসে শতদ্রু। প্রাক্তন প্রেমিকের দিকে এগোতে এগোতে শিমুল বলে, এবার আমি এই মিথ্যে সম্পর্ক থেকে বেরোতে চাই মা। তোমার ছেলেকে ডিভোর্স দিতে চাই।

Kar Kache Koi Moner Kotha Shimul Shatadru Madhubala

শিমুলের মুখে বিবাহবিচ্ছেদের কথা শোনামাত্রই কান্নায় ভেঙে পড়ে মধুবালা (Madhubala)। অঝোরে কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমায় একা ফেলে চলে যেও না বৌমা। তুমি আমার একমাত্র ভরসা গো। শাশুড়ির চোখে জল দেখে থমকে দাঁড়ায় শিমুল।

আরও পড়ুনঃ সৃজন অতীত! ডিভোর্সের পর পর্ণার জীবনে অন্য পুরুষ দেখেই জ্বলছে বাবুউউ, ফাঁস আজকের ফাটাফাটি পর্ব

তাহলে কি মধুবালার মুখ চেয়ে ফের নিজের সুখ বিসর্জন দেবে শিমুল? আবারো শতদ্রুকে ছেড়ে পরাগকেই বেছে নেবে সে? নতুন প্রোমো দেখে এমন হাজার প্রশ্ন উঁকি দিয়েছে দর্শকদের মনে। আগামী পর্বগুলিতে মিলবে যাবতীয় উত্তর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥