• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উড়ন্ত সিঁদুর ছুটন্ত মালা ফেল! ভুতে সিঁদুর পড়াচ্ছে সিরিয়ালে, ভিডিও দেখে মাথায় হাত দর্শকদের

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য পথচলা শুরু হয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’র (Tumi Ashe Pashe Thakle)। সিরিয়াল শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই চলে এসেছে বিয়ের ট্র্যাক। সদ্য পার্বতীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছে ধারাবাহিকের নায়ক দেব। আর সেই বিয়ের দৃশ্য ঘিরেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

স্টার জলসার এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালের অন্যতম নায়িকা পারো ভূত। তবে নায়ক দেব তাকে দেখতে পায়। সে সর্বক্ষণ দেবের আশেপাশেই থাকে। দেবও মনে প্রাণে পারোকেই ভালোবাসে। তবে ভাগ্যচক্রে পারোর মতোই দেখতে পার্বতীর সঙ্গে বিয়ে হয়ে যায় তার।

   

Tumi Ashe Pashe Thakle Dev Parbati marriage

ধারাবাহিকের গত পর্বে দেখা গিয়েছে, বিয়ের পিঁড়িতে বসেছে দেব আর পার্বতী। নিয়ম মেনে বিয়ে হচ্ছিল দু’জনের। কিন্তু সিঁদুরদানের সময়েই বাঁধে বিপত্তি। ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে দেখে রাগের মাথায় সিঁদুরদানের কৌটোয় ধাক্কা মারে পারো। দেবের হাত থেকে সেই কৌটো ছিটকে গেলেও সিঁদুর এসে ঠিক পার্বতীর মাথাতেই পরে।

আরও পড়ুনঃ সৃজন অতীত! ডিভোর্সের পর পর্ণার জীবনে অন্য পুরুষ দেখেই জ্বলছে বাবুউউ, ফাঁস আজকের ফাটাফাটি পর্ব

বরের হাতের সিঁদুর কনের মাথায় পরায় নিয়মমাফিক বিয়ে হয়ে যায় দু’জনের। সম্পূর্ণ ঘটনায় হতভম্ব হয়ে যায় পারো। অন্যদিকে নতুন বউকে বিয়ে বাড়ি ফেরার সময় অনেকক্ষণ পারোর দেখা না পেয়ে চিন্তায় পড়ে যায় দেব। সে ভাবে পারো কি খুব রেগে গিয়েছে?

Tumi Ashe Pashe Thakle Dev and Paro

এদিকে নতুন কনে পার্বতীর মাথায় চলছে অন্য কথা। দেবের সঙ্গে তার বিয়ে হওয়ার আগে গ্রামের একাধিক লোক একাধিক কথা বলেছে। এখনকার দিনে নাকি ভালোবাসার নাম করে শহরে নিয়ে গিয়ে মেয়েদের পাচার করে দেওয়া হয়। এসব ভেবে চিন্তায় পরে যায় পারো। সে ভাবে, এখন কেবলমাত্র ভোলেবাবাই তার ভরসা। এরপর যা হবে দেখা যাবে।

আরও পড়ুনঃ প্রতীক্ষার গয়না গিয়ে চরম বিপদে শিমূল! সাবধান করল পুতুল, টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

‘তুমি আশেপাশে থাকলে’র ভিন্ন স্বাদের গল্প দর্শকদের বেশ ভালোলাগলেও ভূতের সিঁদুর পরানোর দৃশ্যটি নিয়ে ব্যাপক হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। অনেকেরই প্রশ্ন, এটা কি তাহলে বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড?