• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৃজন অতীত! ডিভোর্সের পর পর্ণার জীবনে অন্য পুরুষ দেখেই জ্বলছে বাবুউউ, ফাঁস আজকের ফাটাফাটি পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan gets jealous seeing Parna’s marriage arrangements

কৃষ্ণা, মৌমিতা থেকে শুরু করে তিন্নি, ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) সৃজন-পর্ণার সংসার ভাঙার চেষ্টা করেছে অনেকে। তবে সফল হয়নি কেউই। কিন্তু এবার ঈশার চক্রান্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছে দু’জনের সম্পর্ক। ইতিমধ্যেই পর্ণাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সৃজন। শুধু এটুকুই নয়, পর্ণাকে ডিভোর্স দেওয়ার কারণটা অবধি বলছে না সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, কাজের সূত্রে একদিনের জন্য বাড়ির বাইরে গিয়েছিল পর্ণা। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সৃজনকে গলা অবধি নেশা করায় ঈশা। এরপর সারা রাত বাবুউউর পাশে শুয়ে থাকার পর সকাল হতেই নাটক শুরু করে সে। ঈশা দাবি করে, নেশার ঘোরে ঘনিষ্ঠ হয়েছিল সে এবং সৃজন। আর এখন সৃজন যদি পর্ণাকে (Parna) ডিভোর্স না দেয় তাহলে সে নিজেকে শেষ করে দেবে।

Neem Phooler Madhu Isha blackmails Srijan

চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত পর্ণাকে ডিভোর্স দিয়ে দেয় সৃজন। বাড়ি এসে সবটা জানতে পারার পর মাথায় বাজ পড়ে পর্ণার। সৃজন-ঈশা সবার কাছ থেকে সে ডিভোর্সের কারণ জানতে চায়, কিন্তু কেউ কিছু বলে না। তাই জন্য এবার মোক্ষম চাল চেলেছে সে।

আরও পড়ুনঃ নোংরা মনে সন্দেহ ছাড়া আর কিছু নেই! নীলের মুখে ঝামা ঘষে দিল জিষ্ণু, দিলখুশ দর্শকদের

Neem Phooler Madhu Srijan and Parna

আরও পড়ুনঃ প্রেমিকের সাথে লিভইনের মাঝে মদের গ্লাস হাতে উদ্যম নাচ! মিশকার ভিডিও দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

আজকের পর্বে দেখতে পাবেন, ডিভোর্স হতেই ফের নতুন করে সম্বন্ধ দেখা শুরু করে পর্ণা। তাকে দেখতে দত্ত বাড়িতে পাত্র আসে। এদিকে ওপরের বারান্দায় দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে সৃজন। সে বলে, একদিনের মধ্যে পর্ণার সঙ্গে অন্য কারোর বিয়ে! চোখের সামনে পর্ণার বিয়ে হয়ে যাবে, আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না।

এরপর সোজাসুজি পর্ণার সঙ্গে কথা বলতে যায় সৃজন। তাকে দেখতে পেয়ে পর্ণা বলে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি ডিভোর্সের কাগজে সই করে দিয়েছেন। একথা শুনে সৃজন পর্ণাকে বোঝানোর চেষ্টা করে সে এটা করতে বাধ্য হয়েছে। তা দেখে পর্ণা পাল্টা জিজ্ঞেস করে, কেন বাধ্য হয়ে এমনটা করতে হলো তাকে? তাহলে কি এবার সব সত্যিটা জানতে পারবে পর্ণা?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥