• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুরু লাভ! শিমুল না হলে কাউকে বিয়েই করব না, শতদ্রুর ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালে শিমুল এখন পরাগকে বিষ দেওয়ার মিথ্যে অপবাদে জেলবন্দি। পলাশ, প্রতীক্ষা তো বটেই, শাশুড়ি মধুবালা অবধি এখন তার বিরুদ্ধে চলে গিয়েছে। শিমুলই পরাগকে বিষ খাইয়েছে একথা মেনে নিয়েছেন তিনি। শিমুলের (Shimul) এই বিপদের দিনে তার বাপের বাড়ির লোক অবধি মুখ ফিরিয়ে নিয়েছে।

ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের দিন সকালে আচমকাই বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়ে পরাগ (Parag)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে সবার চোখে শিমুলকে দোষী সাব্যস্ত করে প্রতীক্ষা। সেই সময় শিমুলের পাশে না দাঁড়িয়ে মধুবালাও (Madhubala) নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দেয় তারও শিমুলকে সন্দেহ হচ্ছে। এরপর শিমুলকে পুলিশ ধরে নিয়ে যায়।

   

কার কাছে কই মনের কথা শিমুল : Kar Kache Koi Moner Kotha Shimul in jail

এদিকে ভালোবাসার মানুষের এত বড় বিপদের কথা শুনে এগিয়ে আসে শতদ্রু (Shatadru)। সে বিপাশাদের (Bipasha) কাছে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করে। তবে বিপাশা তখন তাকে ফিরিয়ে দেয়। তবে আজকের পর্বে দেখা যাবে, উকিলকে সঙ্গে নিয়ে শিমুলের সঙ্গে দেখা করতে এসেছে শতদ্রু।

আরও পড়ুনঃ নীল অতীত, এবার মেঘের জন্য আনা পাত্রকেই চাই ময়ূরীর! আগাম পর্ব ফাঁস হতেই ছি ছি করছে দর্শকেরা

উকিল আরাধনা চ্যাটার্জির সঙ্গে শতদ্রুকে দেখে প্রথমে কিছুটা অবাক হয়ে যায় শিমুল। এরপর শিমুলের কাছ থেকে সমস্ত ঘটনা শোনেন আরাধনা। সবকিছু শোনার এবং দেখার পর তিনি বুঝে যান, শতদ্রুর মনে এখনও শিমুলের জন্য ভালোবাসা রয়েছে।

Kar Kache Koi Moner Kotha Shatadru wants to help Shimul

তবে শতদ্রুর মা আবার ছেলের অন্যত্র বিয়ে ঠিক করেছেন। শতদ্রুর অবশ্য সেই বিয়েতে মত নেই। সে বিপাশাদের সাফ জানায়, এই বিয়েটা হবে না। পাশাপাশি এও বলে, সে আবার শিমুলের পাশে দাঁড়াবে। শতদ্রুর মুখে একথা শুনে ভীষণ খুশি হয়ে যায় শিমুলের বান্ধবীরা।

আরও পড়ুনঃ অর্ণব-ইপ্সিতার সম্পর্কে চিঁড়? অন্য নায়কের সঙ্গে প্রেমে ভরা ছবি দিতেই শুরু জল্পনা

এতকিছুর পরেও শিমুলের প্রতি শতদ্রুর ভালোবাসা অটুট আছে দেখে মন ভরে গিয়েছে দর্শকদের। ভালোবাসার মানুষের বিপদের দিনে শতদ্রু যেভাবে ছুটে এসেছে তা দেখে খুশি হয়েছে সবাই। সত্যিকারের ভালোবাসা এমনটাই হয় বলছেন অনেকে।