• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীল অতীত, এবার মেঘের জন্য আনা পাত্রকেই চাই ময়ূরীর! আগাম পর্ব ফাঁস হতেই ছি ছি করছে দর্শকেরা

Published on:

জি বাংলা বাংলা সিরিয়াল ইচ্ছে পুতুল লেটেস্টে আপডেট : Zee Bangla Bengali serial Icche Putul Mayuri likes Ribhu now

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) এ মেঘ-নীলের সম্পর্কের জট যেন কিছুতেই খুলতে চাইছে না। দু’জনেই দু’জনকে ভালোবাসে, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যেকার দূরত্ব মিটছে না। এদিকে আবার দুই বাড়ির লোকজন আলাদা মানুষদের সঙ্গে তাদের বিয়ের তোরজোড় করতে শুরু করে দিয়েছে।

জি বাংলার এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, অনিন্দ্য এবং মধুমিতা মেঘের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত। নীলের সঙ্গে ডিভোর্সের পর মেঘ (Megh) সারা জীবন কার সঙ্গে কাটাবে এই চিন্তা কুরে কুরে খাচ্ছে তাদের। সেই কারণে অনিন্দ্য (Anindya) মেঘের পুনরায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই নিজের বন্ধুর ছেলের সঙ্গে মেঘের বিয়ের কথাবার্তাও শুরু করে দিয়েছেন তিনি।

ইচ্ছে পুতুল মেঘ অনিন্দ্য মধুমিতা : Icche Putul Megh Anindya Madhumita

এদিকে মেঘের মনে এখনও শুধু নীলই (Neel) আছে। তাই নতুন করে কোনও সম্পর্কে জড়াতে চায় না সে। তবে মেঘ বিয়েতে রাজি নয় একথা শোনার পর মধুমিতা (Madhumita) সাফ বলে দেয়, যাই হয়ে যাক না কেন মেঘকে বিয়ে করে সংসার করতে হবে। অন্যদিকে আবার নীলের বাড়িতেও বিয়ের তোরজোড় হচ্ছে। কিন্তু মেঘের মতো নীলেরও সেই বিয়েতে মত নেই। কারণ সে শুধুমাত্র মেঘকেই ভালোবাসে।

আরও পড়ুনঃ পর্দার মত বাস্তবেও প্রেম করছে দুর্জয়-রাণী! অবশেষে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

এসবের মাঝেই ধারাবাহিকের গল্পে আসতে চলেছে নতুন মোড়। আসন্ন পর্বে দেখা যাবে, মেঘকে দেখার জন্য রায় বাড়িতে ঋভু (Ribhu) এসেছে। তবে মেঘ সেই সময় বাড়ি ছিল না। গিনি এবং জিষ্ণুর সঙ্গে সে রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। এদিকে পাত্রপক্ষকে এসে যাতে অপেক্ষা না করতে হয় সেই জন্য মধুমিতা বারবার মেঘকে ফোন করার কথা বলতে থাকে।

ইচ্ছে পুতুল ময়ূরী মধুমিতা : Icche Putul Mayuri and Madhumita

আরও পড়ুনঃ জিষ্ণুর সাথে বিয়ের পিঁড়িতে গিনি, শুনেই নতুন প্ল্যান কষছে রূপ! ফাঁস ইচ্ছে পুতুলের ধুন্ধুমার আগাম পর্ব

কিন্তু ময়ূরী (Mayuri) কিছুতেই মেঘকে ফোন করতে রাজি হয় না। উল্টে সে বলে, মেঘের যখন ইচ্ছা হয় তখন বাড়ি ফিরুক। ততক্ষণ আমি ঋভুর সঙ্গে একটু গল্প করি। বড় মেয়ের হাবভাব দেখে মোটেই সুবিধার লাগে না মধুমিতার। তখন তিনি সরাসরি ময়ূরীকে জিজ্ঞেস করেন, সে ঋভুকে পছন্দ করে কিনা।

জবাবে ময়ূরী সাফ বলে দেয়, তার ঋভুকে পছন্দ। তাহলে কি নীলের পর ফের একবার মেঘের জন্য নির্বাচন করা পাত্রের ওপর নজর পড়েছে ময়ূরীর? বড় মেয়ের পছন্দের কথা শুনে মধুমিতাও বা কী করবে? আসন্ন পর্বগুলিতেই মিলবে সেই উত্তর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥