• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অর্ণব-ইপ্সিতার সম্পর্কে চিঁড়? অন্য নায়কের সঙ্গে প্রেমে ভরা ছবি দিতেই শুরু জল্পনা

Published on:

সহ অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করলেন জল থই থই ভালোবাসা অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় : Jol Thoi Thoi Valobasa actress Ipsita Mukherjee shared a photo with her co-actor

বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙা-গড়া নতুন কোনও ব্যাপার নয়। বাংলা টেলিভিশনেই এমন বহু তারকা আছেন যারা একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন। এমনই একটি জুটি হল অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) এবং ইপ্সিতা মুখোপাধ্যায়ের (Ipsita Mukherjee)। বেশ কয়েকবছর হয়ে গেল প্রেম করছেন তাঁরা।

এখন আবার এক ধারাবাহিকেও দেখা যাচ্ছে অর্ণব-ইপ্সিতাকে (Arnab Ipsita)। নায়ক-নায়িকা হিসেবে নয়, বরং অর্ণবের হবু বৌদির ভূমিকায় দেখা যাচ্ছে তাঁর বাস্তব জীবনের প্রেমিকাকে। স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Valobasa) সিরিয়ালে একসঙ্গে কাজ করছেন টেলিপাড়ার এই জনপ্রিয় জুটি।

অর্ণব বন্দ্যোপাধ্যায় ইপ্সিতা মুখোপাধ্যায় : Arnab Banerjee and Ipsita Mukherjee

প্রেমিকের সঙ্গে এক সিরিয়ালে অভিনয় করলেও গত কয়েকদিন ধরে আর এক টেলি অভিনেতার সঙ্গে প্রেমে ভরপুর ছবি শেয়ার করছেন ইপ্সিতা। সেই অভিনেতা হলেন দেবোত্তম মজুমদার (Debottam Majumder)। যা দেখার পর ফের শুরু হয়েছে চর্চা-আলোচনা। তাহলে কি ফের অর্ণব-ইপ্সিতার সম্পর্কে কিছু সমস্যা দেখা দিল? অনেকের মনে উঁকি দিয়েছে এই প্রশ্নও।

আরও পড়ুনঃ জাতীয় মঞ্চে আবারও বাংলার জয়গান! পদ্মসম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী সহ বহু বাঙালি, রইল তালিকা

আসলে এমন কিছুই নয়। খুব শীঘ্রই পর্দায় গাঁটছড়া বাঁধতে চলেছেন দেবোত্তম এবং ইপ্সিতা (Debottam Ipsita)। ‘জল থই থই ভালোবাসা’র কোকো এবং টিটোর বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছে। সারাক্ষণ তাদের মধ্যে খুনসুটি চলতে থাকে। কোকো-টিটোর এই টক-ঝাল-মিষ্টি সম্পর্ক দর্শকদের বেশ পছন্দের। সিরিয়ালের প্রচারের খাতিরেই দেবোত্তমের সঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রেমে ভরা ছবি শেয়ার করছেন ইপ্সিতা।

ইপ্সিতা মুখোপাধ্যায় দেবোত্তম মজুমদার : Ipsita Mukherjee and Debottam Majumder

সম্প্রতি যেমন অনস্ক্রিন হবু স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ইপ্সিতা লেখেন, ‘তব নামে মম প্রেম মুরলী, পরাণের গোঠে বাজে। #কোকো #টিটো। ‘জল থই থই ভালোবাসা’ দেখতে থাকুন’। প্রসঙ্গত, স্টার জলসার এই সিরিয়ালের আগে ‘কেয়া পাতার নৌকো’ ধারাবাহিকেও একসঙ্গে অভিনয় করেছিলেন দেবোত্তম এবং ইপ্সিতা। প্রায় এক দশক পর ফের একে অপরের বিপরীতে অভিনয় করছেন এই দুই তারকা। দর্শকদেরও বেশ ভালোলাগছে তাঁদের রসায়ন।

আরও পড়ুনঃ সূর্য অতীত, অর্জুনকে বাবা হিসেবে স্বীকার করল সোনা-রূপা! আগাম পর্ব ফাঁস হতেই ক্ষুদ্ধ দর্শকরা

এদিকে অর্ণব-ইপ্সিতার সম্পর্কের নিরিখে বলা হলে, আইনি বিয়ে হয়ে গিয়েছে এই তারকাজুটির। আপাতত তাঁদের সামাজিক বিয়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। অন্যদিকে পর্দায় গাঁটছড়া বাঁধতে চলা দেবোত্তম বাস্তব জীবনে বিবাহিত। এক সন্তানের বাবা তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥