• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দু’নৌকায় পা দিয়ে চলা হবে না! শিমুলের ব্যবহার দেখে বোমা ফাটালো শতদ্রু, ফাঁস পুরো ধামাকা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shatadru gave proper reply to Shimul, জি বাংলা বাংলা সিরিয়াল কার কাছে কই মনের কথা শিমুল শতদ্রু পরাগ

পরাগকে ডিভোর্স দিয়ে শতদ্রুর সঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুল। শ্বশুরবাড়ির সকলকে একথা জানিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল সে। তবে মধুবালার কান্নাকাটি দেখে শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদল করে। সে ঠিক করে ডিভোর্স না হওয়া অবধি শাশুড়ির কাছেই থাকবে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, পরাগের ষড়যন্ত্রের শিকার হতে হতে এবার ক্লান্ত হয়ে পড়েছে শিমুল। গয়না চুরির অপবাদ দিয়ে শতদ্রুকে জেলে পাঠাতেই ধৈর্যের বাঁধ ভাঙে তার। সে পরাগকে ডিভোর্স দেওয়ার কথা ঠিক করে নেয়। শুধু তাই নয়, প্রাক্তন প্রেমিক শতদ্রুর হাত ধরে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় সে।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul will marry Shatadru, জি বাংলা বাংলা সিরিয়াল কার কাছে কই মনের কথা শিমু্ল শতদ্রু মধুবালা

বৌমার এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে মধুবালার। পরাগের মা বলে দিয়েছে, ডিভোর্স অবধি ব্যানার্জি বাড়িতে থাকবে শিমুল (Shimul)। এরপর ডিভোর্স হয়ে গেলেই তিনি নিজে দাঁড়িয়ে থেকে শতদ্রুর হাতে কন্যা-সম শিমুলকে তুলে দেবেন। তবে এসবের মাঝেই শিমুলের ব্যবহারে রেগে গেল শতদ্রু (Shatadru)

আরও পড়ুনঃ সম্পর্ক টেকাতে হলে একজনকে ঝুঁকতেই হয়! সাক্ষাৎকারে অকপট ‘মিঠাই’য়ের পিপি অর্পিতা

আজকের পর্বে দেখা গিয়েছে, শিমুলের সঙ্গে দেখা করার জন্য বিপাশাদের বাড়ি আসে শতদ্রু। কিন্তু তাকে দেখে বেশ রেগে যায় শিমুল। সে বলে, বিপাশার বাড়িতে শতদ্রু এসেছে দেখলে পাড়া-প্রতিবেশীরা তার চরিত্র নিয়ে কথা বলবে। পাড়ার লোকের কাছে তার বদনাম হবে।

Kar Kache Koi Moner Kotha Shimul Shatadru Bipasha Shirsha, কার কাছে কই মনের কথা শিমুল শতদ্রু বিপাশা শীর্ষা

শিমুলের মুখে একথা শুনে মেজাজ ঠিক রাখতে পারে না শতদ্রু। সে মুখের ওপর বলে, শিমুল কখনও তার সম্মান-অসম্মানের কথা ভেবে দেখেনি। বরং চিরকাল নিজের কথা ভেবে এসেছে। এরপর শতদ্রু সাফ বলে, একজনের স্ত্রী হয়ে শিমুল তার সঙ্গে সম্পর্কে থাকতে পারে না। দু’নৌকায় পা দিয়ে কিছুতেই চলা যায় না।

আরও পড়ুনঃ ‘বাবার ইচ্ছে রাখতে পারিনি’, সফল অভিনেত্রী হয়েও আক্ষেপ ‘গীতা LLB’ হিয়ার

শতদ্রুর মুখ থেকে এই ধরণের কথা শুনে অবাক হয়ে যায় শিমুল। তাহলে কি ভুল বোঝাবুঝিতেই ভেঙে যাবে শতদ্রু- শিমুলের সম্পর্ক? আবারও পরাগের কাছেই ফিরে যাবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥