• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাবার ইচ্ছে রাখতে পারিনি’, সফল অভিনেত্রী হয়েও আক্ষেপ ‘গীতা LLB’ হিয়ার

Published on:

Star Jalsha Bengali serial Geeta LLB actress Hiya Mukherjee interview, গীতা এলএলবি নায়িকা হিয়া মুখার্জি

স্টার জলসার পর্দায় সদ্য পথচলা শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গীতা LLB’র (Geeta LLB)। খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। টানটান গল্প, দুর্দান্ত অভিনয়ের জোরে টিআরপি (TRP) তালিকাতেও প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে গীতা-স্বস্তিকরা। বিশেষত নায়িকা গীতা যেভাবে কোর্টে মুখ আর কোর্টের বাইরে হাত চালায় তা দেখতে বেশ পছন্দ করেন সকলে।

স্টার জলসার (Star Jalsha) এই নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হিয়া মুখার্জি (Hiya Mukherjee) এবং কুণাল শীল। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এখন তাঁদের পরিচিতি অবশ্য গীতা-স্বস্তিক নামেই বেশি। তবে শুনলে হয়তো অবাক হবেন, পর্দায় দাপুটে উকিল গীতার চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে একেবারে আলাদা হিয়া।

Geeta LLB Hiya Mukherjee, গীতা এলএলবি হিয়া মুখার্জি

সিরিয়ালে প্রায় সারাক্ষণ হাত নয়তো মুখ চলতে থাকে গীতার (Geeta)। তবে বাস্তব জীবনে কিন্তু বেশ শান্ত স্বভাবের ‘গীতা LLB’ নায়িকা। কেরিয়ারের শুরুটা মডেলিং দিয়ে করেছিলেন তিনি। এরপর সান বাংলার ‘নয়নতারা’ সিরিয়ালের (Bengali Serial) হাত ধরে অভিনয় জগতে পা রাখেন। এখন ‘গীতা LLB’তে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুনঃ সন্তানসুখে সমৃদ্ধ হয়েছে পরিবার, ২০২৩ সালে বাবা-মা হয়েছেন টলিপাড়ার এই ৪ তারকাজুটি

তবে শুধু টেলিভিশন নয়, ইতিমধ্যেই ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করে ফেলেছেন হিয়া। বেশ কয়েকটি ওয়েব সিরিজে তাঁকে দেখেছেন দর্শকরা। অভিনয়ের পাশাপাশি খেতে এবং গান শুনতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় এক ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের সম্বন্ধে একাধিক অজানা তথ্য ফাঁস করেন হিয়া।

Geeta LLB Hiya Mukherjee, গীতা এলএলবি হিয়া মুখার্জি

‘গীতা LLB’ নায়িকা জানান, অভিনয়ে আসা নিয়ে প্রথমে কিছুটা আফসোস ছিল তাঁর বাবার। হিয়ার দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বাবা একজন গবেষক। তাই তাঁর বাবা চাইতেন, মেয়ে পড়াশোনায় মনোনিবেশ করে কেরিয়ার তৈরি করুক। কিন্তু বাবার সেই ইচ্ছে পূরণ করতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ বেঙ্গল টপার হয়েও পোড়া কপাল, আচমকাই ‘জগদ্ধাত্রী’ ছেড়ে দিলেন প্রধান নায়িকা!

হিয়া জানান, কেরিয়ারের শুরুতে বাবার তরফ থেকে তেমন সমর্থন না পেলেও তাঁর মা বরাবর তাঁকে সমর্থন করেছেন। তবে এখন  মেয়ের সাফল্য দেখে ভীষণ খুশি হিয়ার বাবাব। মুখে জাহির না করলেও মনে মনে তাঁর অভিনয় বাবা ভালোই উপভোগ করেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥