• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরাগের প্রশ্রয়ে বাড়ছে সাহস, শিমুল-শতদ্রুকে নিয়ে নোংরা বদনাম প্রিয়াঙ্কার! ফাঁস তুলকালাম পর্বের ট্র্যাক

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Priyanka insults Shimul again

এতদিন পর্যন্ত শুধু পরাগ, পলাশ, প্রতীক্ষা শিমুলের চরিত্রের দিকে আঙুল তুলতো। কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেল প্রিয়াঙ্কার নাম। সদ্য ‘কার কাছে কই মনের কথা’য় (Kar Kache Koi Moner Kotha) এন্ট্রি হয়েছে তার। সম্পর্কে ছাত্রী হলেও, ইতিমধ্যেই পরাগের সঙ্গে বেশ সখ্যতা হয়ে গিয়েছে প্রিয়াঙ্কার। পরাগদার কথা বিশ্বাস করে শিমুলকে লোকসমাজে অপদস্থ করতেও দু’বার ভাবে না সে।

জি বাংলার (Zee Bangla) এই সিরিয়ালের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, পরাগের ছাত্রী প্রিয়াঙ্কাকে একেবারেই সুবিধার মেয়ে মন হয়নি মধুবালার। যে কারণে তিনি শিমুলকে মানিয়ে-গুছিয়ে নেওয়ার পরামর্শ দেন। এমনকি পরাগকে সংসারী করে তুলতে শিমুলকে গর্ভবতী হওয়ার কথাও বলে তার শাশুড়ি মা।

Kar Kache Koi Moner Kotha madhubala asks shimul to taka a baby to solve issues with parag

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পুতুল-তুতুলকে নিয়ে দেওর পলাশের বিয়ের কেনাকাটা করতে বেরিয়েছে শিমুল (Shimul)। সেই সময় সেখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল শতদ্রু (Shatadru)। ঘটনাচক্রে তার গাড়ির সামনে এসে পড়ে পুতুল। প্রাক্তন প্রেমিককে শ্বশুরবাড়ির পাড়ায় দেখে কিছুটা অবাক হয়ে যায় শিমুল।

আরও পড়ুনঃ বশ করেছে মিশকা, দীপা ফিরতে চাইলেও ফেরালো সূর্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মন ভাঙা পর্ব

শতদ্রুকে দেখতে পেয়ে এরপর পুতুল গাড়ি চেপে খেতে যাওয়ার বায়না ধরে। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত ননদের জেদের কাছে হার মানতে হয় শিমুলকে। এরপর সবাই মিলে একটি কফি শপে যায়। আর সেই একই কফি শপে উপস্থিত ছিল পরাগের ছাত্রী। সে দেখতে পায় শিমুলদের। এরপর লুকিয়ে লুকিয়ে শিমুল-শতদ্রুর ছবি তুলতে থাকে প্রিয়াঙ্কা (Priyanka)

Kar Kache Koi Moner Kotha Shimul and Shatadru

আগামী পর্বে দেখতে পাবেন, শিমুল-শতদ্রুরা কথা বলছিল ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় প্রিয়াঙ্কা। পরাগের ছাত্রীকে সেখানে দেখতে পেয়ে প্রথমে কিছুটা চমকে ওঠে শিমুল। এরপর সবার সামনে শিমুলের চরিত্রের দিকে আঙুল তোলে সে।

আরও পড়ুনঃ শুরুর আগেই লালবাতি, টাকার অভাবে সম্প্রচার হবে না আসন্ন এই ধারাবাহিক! মাথায় বাজ দর্শকদের


কফি শপে দাঁড়িয়েই প্রিয়াঙ্কা বলে, ‘পরাগদা তোমার বিষয়ে যে কথাগুলো বলে সেটা একদম ঠিক বলে’। পরাগের ছাত্রীর মুখে এমন কথা শুনে স্তম্ভিত হয়ে যায় শিমুল। বোঝাই যাচ্ছে, শিমুল-শতদ্রুর কফি শপে যাওয়ার এই বিষয়টিকে রঙচঙ মাখিয়ে সবার সামনে তুলে ধরা ফন্দি এঁটেছে প্রিয়াঙ্কা। শিমুল তাকে কীভাবে শায়েস্তা করে সেটাই এখন দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥