• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বশ করেছে মিশকা, দীপা ফিরতে চাইলেও ফেরালো সূর্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মন ভাঙা পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya doesn’t want Deepa anymore

চিরতরে আলাদা হয়ে গেল সূর্য-দীপার পথ। এতদিন ধরে দু’জনের বিচ্ছেদের ট্র্যাক দেখানো হলেও, সূর্যর প্রতি অনেকখানি দুর্বলতা ছিল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দীপার। সেই কারণে শেষবারের মতো স্বামীর কাছে ফিরে যেতে চেয়েছিল সে। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও দীপাকে নিরাশ করলো সূর্য। খালি হাতে ফেরালো তাকে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই সূর্য-দীপার ডিভোর্স হয়ে গিয়েছে। মেয়েদের নিয়ে এখন বাপের বাড়িতে থাকছে দীপা। কিন্তু সূর্যর এটা কিছুতেই সহ্য নয়। যেনতেন প্রকারেণ সে মেয়েদের নিজের কাছে নিয়ে যেতে চায়। মুখের কথায় দীপা রাজি না হওয়ায় তাই মিশকার উস্কানিতে আদালত অবধি চলে গিয়েছে সে।

Anurager Chhowa Surjya and Mishka's father

আজকের পর্বে দেখতে পাবেন, দীপা (Deepa) এবং অর্জুনকে একসঙ্গে দেখে তাদের চরিত্র নিয়ে খারাপ কথা বলতে থাকে মিশকার বাবা। তা দেখে ফুঁসে ওঠে সূর্য (Surjya)। বৌমার চরিত্রে দাগ লাগানো হচ্ছে দেখে প্রতিবাদ করে লাবণ্যও। তিনি বেশ কড়া গলায় মিশকার বাবাকে বাড়ি থেকে চলে যেতে বলেন।

আরও পড়ুনঃ পর্দায় দুচোখের বিষ, বাস্তবে কেমন সম্পর্ক শিমুল-পরাগের? ফাঁস হতেই ভাইরাল দ্রোণ-মানালির অদূরে ছবি

এরপর দেখা যায়, সোনা-রূপার প্রিয় তরকারি রান্না হয়েছে সেনগুপ্ত বাড়িতে। তা দেখে প্রচণ্ড রেগে যায় প্রতীক। সে বলে, যে মেয়ে দু’টো এই তরকারি খেতে ভালোবাসে, তারাই আজ এই বাড়িতে নেই। তাহলে কেন এটা রান্না করা হয়েছে? এরপর প্রবীর এবং প্রতীক দু’জন মিলে ফের সূর্যকে সবকিছুর জন্য দোষারোপ করতে থাকে।

Anurager Chhowa Surjya left Deepa

পরেরদিন সূর্য এবং দীপা দু’জনেই আলাদাভাবে উকিলের সঙ্গে দেখা করতে যায়। সেখান থেকে বেরিয়ে মুখোমুখি হয় দু’জনে। দীপাকে দেখতে পেয়ে সূর্য তার কাছে যায় এবং তার হাত ধরে এই লড়াই থামানোর অনুরোধ করে।

আরও পড়ুনঃ ও মানুষ নয় শয়তান! ময়ূরীর আসল রূপ বেরোতেই হাহুতাশ করছে মেঘের মা, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

সেকথা শুনে দীপা সূর্যকে বলে, সে কি পারবে এই চেনা শহর ছেড়ে তাকে এবং দুই মেয়েকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে? এই প্রশ্ন শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে সূর্য। তার চুপ থাকাতেই দীপা নিজের উত্তর পেয়ে যায়। সে বুঝে যায় সূর্যর জীবনে তার আর কোনও জায়গা নেই। সে এখন শুধু দুই মেয়েকে তার থেকে কেড়ে নিতে চায়। এটা বুঝতে পারার পর দীপা সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥