• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতীক্ষার গয়না নিয়ে চরম বিপদে শিমূল! সাবধান করল পুতুল, টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুলের জীবনে একটু শান্তি নেই। হাজার ভালো করলেও লোকের মন পায় না সে। প্রতীক্ষা-পলাশের বিয়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল শিমুল। হাসিমুখে সে সব কাজ করেছে। কিন্তু এতকিছুর পরেও মন গললো না প্রতীক্ষার। শ্বশুরবাড়ি আসতে না আসতেই শিমুলকে তাড়ানোর পরিকল্পনা শুরু করে দিল সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকটি (Bengali Serial) যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, পরাগ, পলাশ, প্রতীক্ষা এখন শিমুলের চোখে ভালো সাজার নাটক করছে। প্রিয়াঙ্কার কথা মতো এমনটা করছে তারা। পরাগ এখন স্ত্রীকে তাড়িয়ে ছাত্রীর সঙ্গে সংসার পাতার স্বপ্নে মশগুল। তবে সে জানে না প্রিয়াঙ্কা শুধুমাত্র সরকারি চাকরির লোভে তাকে পটানোর চেষ্টা করছে।

   

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Putul insults Pratiksha

ধারাবাহিকের গত পর্বেই দেখানো হয়েছে, বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে হাজির হয়েছে প্রতীক্ষা। বরণের পর দুধে আলতার থালায় পা দিয়ে ঢোকার সময় পা পিছলে যায় তার। যে কারণে উল্টে যায় দুধে আলতার থালা। তা দেখে প্রতীক্ষাকে বেশ অনেকগুলো কথা শোনায় হাবলি পুতুল।

আরও পড়ুনঃ সৃজন অতীত! ডিভোর্সের পর পর্ণার জীবনে অন্য পুরুষ দেখেই জ্বলছে বাবুউউ, ফাঁস আজকের ফাটাফাটি পর্ব

আসন্ন পর্বে দেখতে পাবেন, শিমুলকে নিজের গয়নাগুলো রাখার কথা বলবে প্রতীক্ষা। জায়ের এই দাবি শুনে প্রথমে খানিক ইতস্তত বোধ করে শিমুল। কিন্তু তখন প্রতীক্ষা বলে, শিমুল তার দিদির মতো। সেই জন্য তাকে এই দায়িত্ব দিচ্ছে সে।

Kar Kache Koi Moner Kotha Shimul Pratiksha Putul Tutul Priyanka

প্রতীক্ষার এই মিষ্টি মিষ্টি কথায় মন গলে যায় শিমুলের। সে প্রতীক্ষার সব গয়না নিয়ে সযত্নে তুলে রাখে। তবে ধারাবাহিকের প্রোমোতেই দেখা গিয়েছিল, শিমুল এবং শতদ্রুর ঘাড়ে গয়না চুরির অপবাদ দেবে পরাগ-পলাশ। মধুবালাও এবার ভুল বুঝবে বৌমাকে।

আরও পড়ুনঃ প্রেমিকের সাথে লিভইনের মাঝে মদের গ্লাস হাতে উদ্দাম নাচ! মিশকার ভিডিও দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

দর্শকদের অনুমান, প্রতীক্ষার রাখতে দেওয়া এই গয়নাগুলোই শিমুল-শতদ্রুর চুরি করেছে বলে অপবাদ দেবে পরাগরা। অর্থাৎ অজান্তেই নিজের বড় বিপদ ডেকে এনেছে শিমুল। এবার দেখা যাক, শেষ পর্যন্ত নিজেকে কীভাবে নির্দোষ প্রমাণিত করে সে।