• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকের সাথে লিভইনের মাঝে মদের গ্লাস হাতে উদ্দাম নাচ! মিশকার ভিডিও দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

Updated on:

Anurager Chhowa Mishka AKA Ahona Dutta dance video goes viral

‘অনুরাগের ছোঁয়া’য় (Aurager Chhowa) অভিনয় করে গোটা বাংলায় মিশকা নামেই পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও জনপ্রিয়তার নিরিখে রীতিমতো নায়ক-নায়িকাকে টেক্কা দেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর জনপ্রিয়তা দেখার মতো। মাঝেমধ্যেই ভাইরাল হতে দেখা যায় অহনার নানান পোস্ট।

পর্দার মিশকার (Mishka) কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ব্যাপক আগ্রহ ভক্তদের। সিরিয়ালে সূর্যর ভালোবাসা না পেলেও, বাস্তব জীবনে চুটিয়ে প্রেম করছেন অহনা। ‘অনুরাগের ছোঁয়া’র রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের (Dipankar Ray) সঙ্গে সম্পর্কের আছেন তিনি। মাঝেমধ্যেই প্রেমিকের সঙ্গে ‘লাভিডাভি’ নানান পোস্ট শেয়ার করতে দেখা যায় তাঁকে।

মিশকা অভিনেত্রী অহনা দাস প্রেমিক দীপঙ্কর রায়ের সাথে : Ahona Dutta and Dipankar Ray, Ahona Dutta boyfriend, Ahona Dutta Mishka

সম্প্রতি যেমন একটি ভিডিও পোস্ট করেছেন অহনা। সেখানে মদের গ্লাস হাতে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওয় অবশ্য তিনি একা নেই, প্রেমিক দীপঙ্করকেও দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ইনস্টাগ্রামের একটি ট্রেন্ডিং গান। ভিডিওয় লেখা, লিভ ইনে থাকা জুটিরা যখন লোকের কথায় নাচ করে।

আরও পড়ুনঃ বুম্বা দাকে রক্ষা করতে সদা প্রস্তুত, প্রসেনজিৎ চ্যাটার্জির বডিগার্ডের মাইনে কত জানেন?

প্রসঙ্গত, দীপঙ্করের সঙ্গে অহনা যে লিভ ইনে থাকেন তা কমবেশি সকলেই জানেন। এই রিলেশনের জন্য মায়ের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর। একটা সময় এই নিয়ে প্রচুর চর্চাও হয়েছিল। তবে সেসবকে পাত্তা না দিয়ে শরীরে প্রেমিকের নামের ট্যাটু করিয়েছেন অহনা।

Anurager Chhowa serial Mishka actress Ahona Dutta shares another romantic picture with boyfriend Dipankar

সম্প্রতি মদের গ্লাস হাতে দীপঙ্কর-অহনার নাচ দেখেও অনেকে তির্যক মন্তব্য করেছেন। তবে সবাই যে কটাক্ষ করেছেন এমনটা কিন্তু নয়। অনেকে আবার তাঁদের জন্য ভালোবাসাও পাঠিয়েছেন। বিতর্ককে পাত্তা না দিয়ে প্রেমিকের সঙ্গে মিশকা যে সুখে আছেন তা এই ভিডিও দেখেই বেশ বোঝা যাচ্ছে।

আরও পড়ুনঃ ক্লাস ফোরে মা-বাবার ডিভোর্স, সংসার চালাতে পাড়ার মোড়ে সবজিও বিক্রি করেছেন ‘সোমরাজ’ ঋত্বিক!

অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’র ট্র্যাকের নিরিখে বলা হলে, মিশকার ছেলের সৌজন্যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে সূর্য-দীপার সাজানো সংসার। এখন সোনা-রূপার কাস্টডির কেসেও সূর্যকে সাহায্য করছে মিশকা। স্বামীর পর দীপার থেকে মেয়েদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥