• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিমুলকে না পেয়ে ছাত্রীকে ঘরে এনে লীলাখেলা শুরু পরাগের! টিভির আগেই ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Parag tries to impress his student

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকের পরাগ দর্শকদের দু’চোখের বিষ। নিজের কৃতকর্মের জন্যই তাকে সবার অপছন্দ। বউ পেটানো থেকে শুরু করে তাকে খুনের চেষ্টা- সে বাদ দেয়নি কিছুই। এবার হাঁটুর বয়সী এক ছাত্রীর মন পাওয়ার চেষ্টা করে ফের দর্শকদের রোষের মুখে পড়তে চলেছে সে।

ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, পরাগের থেকে পাঁচ লাখ টাকা নেওয়ায় শিমুলকে প্রথমে সবাই ভুল বুঝেছিল। কিন্তু পুতুল সত্যিটা বলে দেওয়ার পর সবার ভুল ভাঙে। মধুবালা, বিপাশারা হাত জোড় করে ক্ষমা চেয়ে নেয় তার থেকে। সকলের চোখে শিমুলের (Shimul) প্রতি সম্মান আরও বেড়ে যায়। এরপর সবাই মিলে বিজয়া সম্মিলনীর আয়োজন করে তাকে সারপ্রাইজ দেয়।

Kar Kache Koi Moner Kotha Shimul and Madhubala join hands

গত পর্বে দেখা যায়, পাড়ার তরফ থেকে শিমুলকে ‘দুর্গা পুরস্কারে’ ভূষিত করা হয়েছে। পরাগের মা মধুবালা এই পুরস্কার বৌমার হাতে তুলে দেয়। এরপর ফের একবার শিমুলকে নিজের মেয়ের মতো করে বুকে টেনে নেন তিনি।

আরও পড়ুনঃ দীপার দ্বিতীয় বিয়ে দেবে শ্বশুরমশাই! শুনেই মাথায় বাজ সূর্য-লাবণ্যর, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

এরপর দেখা যায়, বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে হাজির হয়েছে পরাগের (Parag) নতুন ছাত্রী। শিমুল তাকে জিজ্ঞেস করে, সে কোন ক্লাসে পড়ে? তখন সে জানায়, কলেজ। সেকথা শুনে শিমুল পাল্টা জিজ্ঞেস করে, পরাগ তো অনেক আগে বিএসসি পাশ করেছে, সে কি তাকে পড়াতে পারবে?

Kar Kache Koi Moner Kotha Shimul and Parag student

তখন মেয়েটি জানায়, সে পরাগের কাছে শুধু অঙ্ক করবে। এরপর পরাগ এসে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যেতে চাইলে শিমুল বাধা দেয়। কিন্তু পরাগ সেকথা না শুনে তার ছাত্রীকে নিয়ে ঘরের ভেতর চলে যায়। তবে ছাত্রীকে (Student) অঙ্ক না করিয়ে সে তার সঙ্গে গল্প করতে থাকে।

আরও পড়ুনঃ আমায় ক্ষমা করে দাও! ভালোমানুষির নাটক করতেই রূপকে ঠাসিয়ে চড় গিনির, ফাঁস তুলকালাম পর্বের ভিডিও

ছাত্রী সিনেমা দেখে কিনা, তার কী করতে ভালোলাগে, কী করতে ভালোলাগে না এসব জানতে চায় পরাগ। এরপর ছাত্রীর সহানুভূতি পেতে তাকে নিজের মিথ্যে দুঃখের কাহিনী শোনাতে থাকে সে। সেকথা শুনে ছাত্রী আবার পাল্টা জিজ্ঞেস করে, আপনার খুব কষ্ট না স্যার? তাহলে কি শিমুলকে ছেড়ে এবার ছাত্রীর মন পাওয়ার চেষ্টা করছে পরাগ? দেখা যাক, কোন দিকে মোড় নেয় ধারাবাহিকের কাহিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥