• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমায় ক্ষমা করে দাও! ভালোমানুষির নাটক করতেই রূপকে ঠাসিয়ে চড় গিনির, ফাঁস তুলকালাম পর্বের ভিডিও

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Gini slaps Rup in the market

নিত্যনতুন চমক দেওয়ায় জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির জুড়ি মেলা ভার। কয়েক সপ্তাহ আগে অবধি রূপের প্রেমে পাগল ছিল গিনি। কিন্তু বিয়ে করে শ্বশুরবাড়ি যেতেই রূপের আসল চেহারা দেখতে পায় সে। গিনি এখন বুঝে গিয়েছে রূপ কতটা ভয়ঙ্কর। তাই এবার জেল থেকে বেরিয়ে গিনির কাছে ভালোমানুষির নাটক করতেই ঠাটিয়ে থাপ্পড় খেল সে।

ধারাবাহিকে (Bengali Serial) দেখানো হচ্ছে, রূপের বাড়ি থেকে গিনিকে উদ্ধার করে আনার পর গাঙ্গুলী বাড়ির সবার কাছে ভালো হয়ে গিয়েছে মেঘ। নীল, মীনাক্ষী সবাই চায় সে আবার বাড়ি ফিরে আসুক। যদিও মেঘ এত অপমানের পর আর শ্বশুরবাড়ি ফিরতে চায় না। অন্যদিকে ফের মেঘের সর্বনাশ করতে হাত মিলিয়েছে রূপ-ময়ূরী।

Icche Putul Megh tried to harm Megh after planning with Mayuri

ইতিমধ্যেই দেখানো হয়েছে, রাতের অন্ধকারে মেঘের (Megh) বাড়ি গিয়ে তাকে শাসিয়ে এসেছে রূপ। মুখোশ পরা থাকলেও সে বুঝে যায় এই কাজের পিছনে রূপের (Rup) হাত রয়েছে। সেই জন্য সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে রূপের নামে অভিযোগ করে মেঘ। তাই আপাতত তার ক্ষতি করা থেকে বিরত আছে রূপ। পুলিশের ভয়ে কিছুদিন শান্ত হয়ে থাকবে বলে ঠিক করে সে।

আরও পড়ুনঃ দেওরের বিয়ে দিয়ে আবারও নিজের সর্বনাশ ডেকে আনলো পর্ণা! প্রকাশ্যে ‘নিম ফুলের মধু’র তুলকালাম প্রোমো

Icche Putul Gini slaps Rup

তবে মেঘের ক্ষতি না করলেও, গিনিকে (Gini) এত সহজে ছাড়তে নারাজ রূপ। আবারও তাকে প্রেমের জালে ফাঁসিয়ে পুলিশ কেস তোলার ধান্দা করেছে সে। আজকের পর্বে দেখানো হয়, শপিং করে বেরিয়ে ড্রাইভারকে খুঁজতে কিছুক্ষণের জন্য আলাদা হয়ে যায় গিনি আর মিনি। সেই সুযোগটাকেই কাজে লাগায় রূপ। গিনির কাছে এসে ভালোমানুষির নাটক শুরু করে সে।

আরও পড়ুনঃ দীপার দ্বিতীয় বিয়ে দেবে শ্বশুরমশাই! শুনেই মাথায় বাজ সূর্য-লাবণ্যর, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

রাস্তার দাঁড়িয়ে রূপ গিনিকে বলে, তুমি আমায় যা শাস্তি দেবে আমি সবটা মাথা পেতে নেব। কিন্তু প্লিজ আমায় একবার ক্ষমা করে দাও। প্লিজ গিনি। রূপের কথা বলা শেষ হওয়া মাত্রই তাকে ঠাটিয়ে থাপ্পড় মারে গিনি। চড় খাওয়ার পরেও অবশ্য দমেনি রূপ। পুলিশ কেস তোলানোর জন্য ভালোমানুষির নাটক করতে করতে গাঙ্গুলী বাড়ি গিয়ে হাজির হয় রূপ। এবার দেখা যাক, নিজের এই প্ল্যানে সে আদৌ সফল হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥