• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার দ্বিতীয় বিয়ে দেবে শ্বশুরমশাই! শুনেই মাথায় বাজ সূর্য-লাবণ্যর, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Prabir spoke for Deepa against Labanya Surjya

কিছুতেই আর শেষ হচ্ছে না সূর্য-দীপার (Surja-Deepa) দূরত্ব। এত বছর পর ভুল বোঝাবুঝি শেষে ‘সুদীপা’র মিল দেখানো হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa)। কিন্তু স্বামীর সুখ সইল দীপার কপালে! মিশকার চক্রান্তে ফের বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের। একদিকে মেয়েদের নিয়ে বাপের বাড়ি থাকছে দীপা, অন্যদিকে মিশকার ছেলেকে নিয়ে ব্যস্ত সূর্য। এসবের মাঝেই ধুন্ধুমার পর্ব চলে এল ধারাবাহিকে।

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয়তম সিরিয়ালগুলির (Bengali Serial) মধ্যে একটি হল ‘অনুরাগের ছোঁয়া’। যদিও এখন এই মেগা থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। সূর্য-দীপার একঘেয়ে দূরত্ব দেখতে দেখতে রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন তাঁরা। একই বিরক্তি এবার শোনা গেল প্রবীরের (Prabir) গলায়। দীপার জীবন নষ্ট করার জন্য সূর্য-লাবণ্যকে এবার ধুয়ে দিলেন তিনি।

Anurager Chhowa Prabir scolds Surjya

আজকের পর্বে দেখতে পাবেন, সোনা-রূপা সেনগুপ্ত বাড়ি ফিরবে না জানিয়ে দেওয়ায় মন ভেঙে যায় সূর্যর (Surjya)। বাড়ি ফেরার সময় সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয় তার। এই প্রসঙ্গে লাবণ্য তার সঙ্গে কথা বলতে এলে সূর্য বলে, সোনা-রূপা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তার জীবনে আর কিছু নেই।

আরও পড়ুনঃ দেওরের বিয়ে দিয়ে আবারও নিজের সর্বনাশ ডেকে আনলো পর্ণা! প্রকাশ্যে ‘নিম ফুলের মধু’র তুলকালাম প্রোমো

একথা শুনে লাবণ্য (Labanya) বলে, মিশকাকে বিশ্বাস করার জন্যই আজ এই ফল ভোগ করতে হচ্ছে তাকে। নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে সূর্য। অন্যদিকে দেখা যায়, দীপাকে (Deepa) তার স্বামীর বিষয়ে জিজ্ঞেস করতে থাকে তার বন্ধুরা। দীপা তখন অপ্রস্তুত হয়ে পড়ায় অর্জুন তখন সেই পরিস্থিতি সামাল দেয়।

Anurager Chhowa Deepa and Arjun

এদিকে আবার সূর্য-লাবণ্যকে দেখে তাদের ঘরে আসে প্রবীর। মা-ছেলেকে সে বলে, মেয়েটা আমায় বাবা ডাকে। তবে আমি বাবার কোনও দায়িত্বই পালন করতে পারিনি। যদি সত্যি সেই দায়িত্ব পালন করতে পারতাম তাহলে আমি ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতাম। যেখানে ওকে এত কষ্ট সহ্য করতে হতো না।

আরও পড়ুনঃ সে রাতের ভিডিও ফাঁস করে দেব, শেষমেশ নীলকে ব্ল্যাকমেল করছে ময়ূরী! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

অন্যদিকে অর্জুনের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় ঊর্মি। সে বলে দেয়, অর্জুনের দেওয়া চিঠি সে দীপাকে দেয়নি। হিংসার বশে বহু বছর আগে যদি এই কাজ সে না করতো তাহলে আজ দীপার জীবনটা অন্য রকম হতো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥