• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্রাতিরিক্ত নোংরামি, শিমুলের ওপর হাত তুলল পরাগ! ‘কার কাছে কই মনের কথা’ দেখে ক্ষুদ্ধ নেটপাড়া

Updated on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Parag pushes Shimul

Kar Kache Koi Moner Kohta Parag tourtuers Shimul : জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিক নিয়ে দর্শকমহলে চর্চার অন্ত নেই। এই সিরিয়ালে রোজ এমন কিছু না কিছু ট্র্যাক দেখানো হচ্ছে যা দেখে রেগে আগুন হয়ে যাচ্ছে দর্শকরা। তা সে ‘মা-ছেলের ফুলশয্যা’ হোক বা জোর করে স্ত্রীয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা। তবে এবার শালীনতার সকল মাত্র অতিক্রম করে ফেলল পরাগ (Parag)। মা-ভাইয়ের সামনেই শিমুলের (Shimul) গায়ে হাত তুলল সে।

বিয়ের পর থেকেই চলছে শিমুলের ওপর অত্যাচার

বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর থেকেই শিমুলের ওপর নানান রকমভাবে অত্যাচার করা হচ্ছে। শাশুড়ি এবং দেওর উঠতে বসতে তাকে কটু কথা শোনায়। কিন্তু তার চেয়েও দুর্ভাগ্যের বিষয় হল, কোনও পরিস্থিতিতেই আজ অবধি স্বামী পরাগকে পাশে পায়নি সে। ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে আবার দেখানো হয়েছে, সুচরিতা-বিপাশাদের সঙ্গে বাড়িতে নাচের রিহার্সাল করায় শিমুলের বিরুদ্ধে ‘মজলিস’ বসানোর মতো অভিযোগ এনেছে পরাগ। পাশাপাশি এও জানিয়ে দিয়েছে, তাদের বাড়িতে এসব চলবে না।

Kar Kache Koi Moner Kotha serial again porag insults Shimul

শিমুলের প্রতিবাদে ধুন্ধুমার কাণ্ড বন্দ্যোপাধ্যায় বাড়িতে

পরাগ তাদের বাড়িতে রিহার্সাল বন্ধ করার আদেশ দিলেও শিমুল তাকে স্মরণ করিয়ে দেয় যে সে আগেই বলেছিল, তাকে রিহার্সালে না যেতে দেওয়া হলে সে সুচরিতাদের বাড়িতে ডাকবে। শিমুলের এই বক্তব্যই আরও বড় অশান্তি ডেকে আনে। সেই সময় সাময়িকভাবে সেই অশান্তি কিছুটা কমলেও, রাতে খেতে বসার সময় আবার অশান্তি শুরু হয়।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! ষ্টার জলসায় আসছে গর্ভবতী মায়ের সংগ্রামের কাহিনী, প্রকাশ্যে নতুন সিরিয়ালের ট্রেলার

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag 2

শিমুলের গায়ে হাত তুলল পরাগ

শিমুল খাবার বেড়ে শাশুড়ি, স্বামী এবং দেওরকে ডাকে। কিন্তু তিনজনেই এক্সুরে জানিয়ে দেয়, শিমুলের হাতে তৈরি খাবার তারা খাবে না। পলাশ তো খাবার থালা অবধি টেনে ফেলে দেয়। এমনকি বৌদিকে অভদ্র বাড়ির মেয়ে বলতেও দ্বিধা বোধ করে না সে। সেই সঙ্গেও এও জানিয়ে দেয়, তার হবু স্ত্রী প্রতীক্ষা একেবারেই শিমুলের মতো নয়। এরপর শিমুল তাকে সাবধান করতে গেলে পরাগ তার দিকে তেড়ে যায়। সেটা দেখে শিমুল বলে ওঠে, ‘গায়ে হাত তুলবে? তোলো। তারপর আমিও মজা দেখাবো’। এরপরেই পরাগ তাকে ধাক্কা মারে। এমনকি মারধরের হুমকিও দেয়।

আরও পড়ুনঃ পারি পাগলিকে নকল করছে পুতুল, শ্রীতমাকে নিয়ে মুখ খুললেন ‘লক্ষী কাকিমা’ অপরাজিতা

https://youtu.be/Mtg0EItK8_k

পুলিশে যাওয়ার হুমকি দিল শিমুল

স্বামীর এমন ব্যবহার দেখে শিমুল স্পষ্ট জানিয়ে দেয়, তার দিকে যদি ইট ছোঁড়া হয়, তাহলে সে পাটকেল ছুঁড়বেই। সেই সঙ্গেই সে শ্বশুরবাড়ির সবাইকে জানিয়ে দেয়, তার ওপর অত্যাচার করলে সে সোজা থানার দ্বারস্থ হবে। কিন্তু তাতেও থোড়াই কেয়ার পরাগ-পলাশ এবং তার মায়ের! পরাগ আবার সেই রাতে শিমুলকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে এবং শাস্তিস্বরূপ শিমুল এবং পুতুলকে না খেয়ে থাকার শাস্তি দেয়। এবার দেখা যাক, কোন দিকে মোড় নেয় ধারাবাহিকের কাহিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥