• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার দিন শেষ! ষ্টার জলসায় আসছে গর্ভবতী মায়ের সংগ্রামের কাহিনী, প্রকাশ্যে নতুন সিরিয়ালের ট্রেলার

Published on:

Star Jalsha's new serial Tomader Rani new promo on air

Star Jalsha New Serial Tomader Rani First Promo : এখনকার দিনে সিরিয়াল মানেই বাস্তবের আয়না। সমাজের বাস্তব রূপটাই গল্পের ছলে তুলে ধরা হচ্ছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) মধ্য দিয়ে। শাশুড়ি বৌমার কূটকচালি  কিংবা পরকিয়া নয় একেবারে ভিন্ন স্বাদের গল্পই বেশি পছন্দ করছেন দর্শকরা। আর দর্শকদের চাহিদার কথা ভেবেই দিনে দিনে বাড়ছে বাস্তবতার মোড়া বাংলা সিরিয়ালের চাহিদা। টিভির পর্দায় সম্প্রচারিত এখনকার বাংলা সিরিয়ালগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে বেশিরভাগ সিরিয়াল গুলিতেই এখন নারী স্বাধীনতার ওপর জোর দেওয়া হচ্ছে।

সব দিক দিয়েই মেয়েদের স্বাবলম্বী হয়ে ওঠার গল্পই তুলে ধরা হচ্ছে বাংলা সিরিয়াল গুলিতে।এবার স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে এমনই এক ছকভাঙা, ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল (New Serial) ‘তোমাদের রানী’ (Tomader Rani)। বৃহস্পতিবার রাতেই  প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের ঝাঁ চকচকে নতুন প্রোমো (New Promo)। যদিও এই প্রোমো আসার ব্যাপারে আগে থেকে ঘুণাক্ষরেও টের পায়নি টেলিপাড়া।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,নতুন প্রোমো,New Promo,তোমাদের রাণী,Tomader Rani,নতুন নায়ক,New Hero,নতুন নায়িকা,New Heroine

প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গেল আসন্ন ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রে রয়েছেন একেবারে নতুন মুখ। আসলে টিআরপি তালিকায় ছক্কা হাঁকাতে এখনকার প্রযোজক পরিচালকদের ভরসা নতুন অভিনেতা অভিনেত্রীরাই। নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই তা তুমুল ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নায়ক নায়িকা অচেনা হলেও সিরিয়ালের কনসেপ্ট দারুন পছন্দ হয়েছ দর্শকদের।

আরও পড়ুনঃ পারি পাগলিকে নকল করছে পুতুল, শ্রীতমাকে নিয়ে মুখ খুললেন ‘লক্ষী কাকিমা’ অপরাজিতা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,নতুন প্রোমো,New Promo,তোমাদের রাণী,Tomader Rani,নতুন নায়ক,New Hero,নতুন নায়িকা,New Heroine

প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে সিরিয়ালের নায়ক-নায়িকাদেরও।প্রকাশ্যে আসা ভিডিওটিতে দেখা গেল নায়িকা রানী  বিবাহিত এবং সে অন্তঃসত্ত্বা। কিন্তু এই অবস্থাতেও সে নিজের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে মেডিকেলে অ্যাডমিশন
টেস্ট দিতে চলে আসে সে। যা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয় রানীর। কিন্তু রানী চ্যালেঞ্জ নিয়েছে সে একজন মা হওয়ার পাশাপাশি পড়াশোনা করে ডাক্তার হয়েও দেখাবে।

আরও পড়ুনঃ পার্শ্বচরিত্র থেকে নায়ক-নায়িকা, ষ্টার জলসার তারকারা কত মাইনে পায় জানেন?

কিন্তু রানীর এই কথায় প্রথমে বিশ্বাস করেনি তার স্বামী। তাই লিস্টে যখন রানী নিজের নাম দেখে বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে আসে তখন তার বরের মুখ ছিল  দেখার মত। নতুন এই সিরিয়ালের প্রোমো দেখেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। ভিডিওটি শেয়ার করে চ্যানেল কর্তৃপক্ষের তরফে ক্যাপশনে এদিন লেখা হয়েছে ‘একটা ছেড়ে একটা বেছে নেওয়ার সময় শেষ।এবার সবকিছু একসাথে পাওয়ার স্বপ্ন নিয়ে আসছে “তোমাদের রাণী’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥