• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পারি পাগলিকে নকল করছে পুতুল, শ্রীতমাকে নিয়ে মুখ খুললেন ‘লক্ষী কাকিমা’ অপরাজিতা

Published on:

Pari Pagli actress Aparajita Adhya's reaction on Kar Kache Koi Moner Kotha serial Putul

টেলিভিশনের পর্দায় শুরুতেই ছক্কা হাঁকিয়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী মানালী দে (Manali Dey) এর কামব্যাক সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। যত বেশি বিতর্ক তত বেশি টিআরপি এটাই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। সে দিক দিয়ে দেখতে গেলে আর পাঁচটা সিরিয়ালের থেকে খানিকটা হলেও এগিয়ে লীনা গাঙ্গুলীর ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের লেখা এই নতুন ধারাবাহিক।

এই ধারাবাহিকের মা-ছেলের ফুলশয্যার দৃশ্য ইতিমধ্যেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকে মানালি দে অভিনীত শিমুল (Shimul) চরিত্রটিও  ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে বাংলা সিরিয়াল প্রেমীদের। বিশেষ করে বিয়ে হওয়ার পর থেকেই শিমুলের ওপর শ্বশুরবাড়িতে যে ধরনের নির্যাতন চলছে তার সাথে নিজেদের বাস্তব জীবনের মিল পাচ্ছেন দর্শকদের একাংশ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পুতুল,Putul,শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharya,পারি পাগলী,Pari Pagli,অপরাজিতা আঢ্য,Aparajita Adhyaপ্রতিক্রিয়া,Reation

তবে শিমুল ছাড়াও দর্শকমহলে ইদানিং দারুন জনপ্রিয়তা পেয়েছে শিমুলের বড় ননদ পুতুলের চরিত্রটি। ধারাবাহিকে এই পুতুল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা রায়। সিরিয়ালের ‘হাবলি’ পুতুল দেখতে বড় হলেও মানসিকভাবে তার বিকাশ হয়নি। পর্দায় এই  বিশেষভাবে সক্ষম পুতুল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharya)

আরও পড়ুনঃ বাপ বাপ বলে বাড়বে TRP! পাল্টে যাচ্ছে স্বয়ম্ভু? জগদ্ধাত্রীর নতুন বর হয়ে আসছেন এই অভিনেতা

প্রসঙ্গত এই পুতুল চরিত্রটির সঙ্গে দর্শকরা মিল খুঁজে পাচ্ছেন লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় সিরিয়াল জল নুপুরের পারি  পাগলি চরিত্রের। ধারাবাহিকে এই জনপ্রিয় চরিত্রে অপরাজিতা আঢ্যের অভিনয় আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। পারি চরিত্রের সাথে পুতুল অভিনীত চরিত্রের বিরাট মিল থাকায় সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোলিং।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পুতুল,Putul,শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharya,পারি পাগলী,Pari Pagli,অপরাজিতা আঢ্য,Aparajita Adhyaপ্রতিক্রিয়া,Reation

আরও পড়ুনঃ ফাটিয়ে দিচ্ছে শিমুল-ফুলকি, আদৌ সেরা হল অনুরাগের ছোঁয়া? রইল ওলটপালট TRP তালিকা

কেউ লিখেছেন ‘পারি একজনই হয়, অপরাজিতার ধারে কাছেও নেই শ্রীতমা’ তো কারও কটাক্ষ ‘এ তো পুরো পারি পাগলির কপি পেস্ট’। যদিও এই বিষয় নিয়ে চুপ থাকাই শ্রেয় বলে মনে করেছেন শ্রীতমা ভট্টাচার্য।তবে এ বিষয়ে সম্প্রতি প্রতিক্রিয়া দিয়েছিলেন খোদ পারি পাগলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

সম্প্রতি এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ‘আমার কানে এমন কিছু কথা এসে পৌঁছায়নি, তবে যদি চেষ্টা করে (পারিকে নকল করার) তাহলে খারাপ কী? আমি যেটা করেছি ও সেটা তো করবে না। ও নিজের মতোই করবে, মানুষের চোখে হয়ত মনে হচ্ছে ও কপি করেছে। ও খুব ভালো অভিনেত্রী আর খুব বুদ্ধিমতী মেয়ে। যেটা করবে সেটা নিজস্ব ধারা তৈরি করেই করবে, তাই আশা করি সেটা ভালো হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥