• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই দশমীতে শিমুলকে বিষ দিল পরাগ! তবে কি সব শেষ? টিভির আগে ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Parag Palash give poison to Shimul

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি একেবারে জমে উঠেছে। সিরিয়ালের (Bengali Serial) প্রত্যেকটি পর্ব দারুণ জমজমাট হচ্ছে। শিমুল, পরাগের জীবনের টানাপোড়েন এখন চরমে উঠেছে। আর সেটাই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা। এবার এই সিরিয়ালেই চলে এল ধামাকেদার মোড়।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, সম্প্রতি পরাগের (Parag) কানে শিমুলকে (Shimul) খুন করার বুদ্ধি দিয়েছে পলাশ (Palash)। বিজয়া দশমীর দিন মা দুর্গার সঙ্গে বাড়ির বৌকে ‘ভাসান’ দিয়ে দেওয়ার প্ল্যান করেছে মধুবালার দুই কুলাঙ্গার ছেলে। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত করতে চলেছে পরাগ। প্রকাশ্যে চলে এসেছে ধামাকা প্রোমো (Promo)

Kar Kache Koi Moner Kotha Shimul Scared of Paraggs look

শুক্রবার জি বাংলার তরফ থেকে ‘কার কাছে কই মনের কথা’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দশমীর দিন মা দুর্গাকে বরণ করতে এসেছে শিমুল, বিপাশা, সুচরিতারা। এরপর বিপাশা এসে শিমুলকে কানে কানে বলে, আজ ভাসান যেতে যেতে একটা সারপ্রাইজ আছে। তা শুনে শিমুল জিজ্ঞেস করে, কী গো? তখন বিপাশা হাসিমুখে বলে, সিদ্ধি।

আরও পড়ুনঃ শ্রাবণের জীবনে নতুন বিপদ! ‘লাভ বিয়ে আজকাল’এ ফিরল এক্স প্রেমিক, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

অন্যদিকে আড়াল থেকে শিমুল-বিপাশার কথোপকথন শুনে নেয় পরাগ এবং পলাশ (Palash)। এরপর শিমুলের সিদ্ধির মধ্যে বিষ মিশিয়ে দেয় দুই ভাই। এরপর সুচরিতারা সেই সিদ্ধি শিমুলকে দিলে সে খাওয়ামাত্রই অজ্ঞান হয়ে যায়। বৌমার এই অবস্থা দেখে হতবাক হয়ে যায় মধুবালা। শিমুলকে দেখতে এগিয়ে আসে বিপাশা, সুচরিতা সহ প্রত্যেকে।

আরও পড়ুনঃ দীপা-মিশকার সর্বনাশ বৌমার পৌষমাস, অনুরাগের ছোঁয়ার সূর্যর সাথে বাস্তবেই প্রেম করছেন এই অভিনেত্রী!

Kar Kache Koi Moner Kotha promo

এরপর শিমুলের দেহে প্রাণ আছে কিনা তা দেখার জন্য এগিয়ে আসে পরাগ। তখন শিমুল চোখ খুলে বলে, এরকম কেন করলে! সেকথা শুনে চোখ বড় বড় হয়ে যায় পরাগের। উপস্থিত সকলে তখন বুঝে যায় শিমুলের এই অবস্থা জন্য দায়ী আসলে তার স্বামী।

‘কার কাছে কই মনের কথা’র এই প্রোমো প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে গিয়েছে দর্শকমহলে। তাহলে কি পরাগ-পলাশের চক্রান্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে শিমুল? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকমনে। উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥