• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রাবণের জীবনে নতুন বিপদ! ‘লাভ বিয়ে আজকাল’এ ফিরল এক্স প্রেমিক, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Published on:

Bengali Serial,Love Biye Aajkal,লাভ বিয়ে আজকাল,বাংলা সিরিয়াল,ষ্টার জলসা,Star Jalsha,ওম শ্রাবণ,শ্রাবণের প্রাক্তন প্রেমিক,TRP,Target Rating Point,টিআরপি,টার্গেট রেটিং পয়েন্ট

ষ্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘Love বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। নতুন হলেও অল্প দিনেই দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছে। আর পাঁচটা সিরিয়ালের মতোই শুরুতেই ছিল বিয়ের ট্র্যাক, তবে তাতেও ছিল নতুনত্ব। আচমকা উড়ন্ত সিঁদুরে নয় বরং কনট্রাক্ট ম্যারেজ হয় নায়ক নায়িকা ওম-শ্রাবণের (Om-Srabon)। কিন্তু এবার তাদের মাঝে হাজির তৃতীয় ব্যক্তি।

বিয়ের পর বাড়ির বৌ হয়েছে শ্রাবণ, যদিও মনে মনে সে ঠিকই জানে তাঁর বিয়ে কাগজের চুক্তি মাত্র তাও অল্প দিনেই বাড়ির সকলকে আপন করে নিয়েছে। তবে গল্পে ভিলেনের অভাব নেই! একেরপর এক বিপদ এসেই চলেছে ওম-শ্রাবণের জীবনে।একদিকে পরিবারের কেউ চুক্তির বিয়ের কথাই জানে না, অন্যদিকে মৃত্তিকার মেয়ে উঠে পরে লেগেছে শ্রাবণকে ওমের জীবন থেকে সরানোর জন্য।

Love Biye Aajkal Serial Om Srabon

এসবের মাঝেই শ্রাবণের জীবনে হাজির পুরোনো প্রেম। হ্যাঁ ঠিকই ধরেছেন, শ্রাবণেরও প্রেমিক ছিল, এবার তার মুখোমুখি সে। যারা নিয়মিত দর্শক তারা জানেন, শ্বশুরবাড়িতে শ্রাবণের ননদ রোহিনী স্পেশাল মানুষের সাথে আলাপ করিয়ে দেয় শ্রাবণকে। অভিকে দেখেই এক মুহূর্তের জন্য থমকে যায় শ্রাবণ। মুহূর্তের মধ্যেই অতীতের সমস্ত স্মৃতি ভেসে আসে চোখের সামনে।

আরও পড়ুনঃ সত্যিই অমানুষ! দশমীতে শিমুলকে প্রাণে মারার ছক কষছে পরাগ, ফাঁস হাইভোল্টেজ পর্বের ভিডিও

একসময় প্রেম করলেও আলাদা হয়ে গিয়েছিল অভি ও শ্রাবণ। বর্তমানে গানের জগতের সাথে জড়িত সে, তবে শীঘ্রই সে বিয়ে করতে চলেছে রোহিনীকে। গোটা ঘটনায় ভগবানকে শ্রাবণ করে আমি যতই ভবিষ্যতের কথা ভাবতে চাই তত কেন আমায় অতীতের মুখোমুখি করে কষ্ট দিচ্ছ ভগবান? এরপর কি হতে চলেছে এটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুনঃ দর্শকদের ভালোবাসায় ৫০০ পর্ব পার! ভাইরাল শুটিং ফ্লোরে ‘অনুরাগের ছোঁয়া’ টিমের সেলিব্রেশনের ভিডিও

Bengali Serial,Love Biye Aajkal,লাভ বিয়ে আজকাল,বাংলা সিরিয়াল,ষ্টার জলসা,Star Jalsha,ওম শ্রাবণ,শ্রাবণের প্রাক্তন প্রেমিক,TRP,Target Rating Point,টিআরপি,টার্গেট রেটিং পয়েন্ট

প্রসঙ্গত, বাংলা সিরিয়ালের ট্র্যাক নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে তুঙ্গে ওঠে আলোচনা। প্রায় প্রতিটা ধারাবাহিকের তৃতীয় সম্পর্ক ঢুকে পরে কিছুদিনের মধ্যেই। শুরুতে এমনটা না থাকলেও এবার লাভ বিয়ে আজকাল এও প্রাক্তন প্রেমিকের প্রবেশ ঘটিয়ে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ হল। তাই আগামী দিনে যে গল্প আরও টানটান হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥