• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিমুলের বিরুদ্ধে গয়না চুরির অপবাদ, তাড়িয়ে দেবে মধুবালা! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Kar Kache Koi Moner Kotha Parag Palash Accuse Shimul of jewellery theft new promo on air

কিছুতেই শায়েস্তা করা যাচ্ছে না ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) পরাগকে। কয়েকদিন আগেই শিমুলকে বিষ খাইয়ে জেল যেতে বসেছিল সে। শেষ পর্যন্ত শিমুলই তাকে সেই বিপদ থেকে বাঁচায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের স্ত্রীয়ের বিরুদ্ধে নতুন চক্রান্ত করলো পরাগ।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকটি (Bengali Serial) যারা রোজ দেখেন তাঁরা জানেন, বিয়ের পর থেকে কষ্ট সহ্য করে যাচ্ছে শিমুল। শাশুড়ি, ননদের মন জয় করে ফেললেও কিছুতেই স্বামীর মন জয় করতে পারছে না সে। শিমুলকে মারধর থেকে শুরু করে খুনের চেষ্টা- পরাগ বাদ দেয়নি কিছুই। এখন আবার হাঁটুর বয়সী ছাত্রীর মন জয় করার জন্য উঠেপড়ে লেগেছে সে।

Kar Kache Koi Moner Kotha Parag and Priyanka

এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ‘কার কাছে কই মনের কথা’র নতুন প্রোমো (Promo)। সেখানে দেখা যাচ্ছে, শিমুলকে (Shimul) বাড়ি থেকে তাড়াতে নতুন চক্রান্ত করেছে পরাগ-পলাশ। এবার আর খুনের চেষ্টা নয়, বরং শতদ্রুর (Shatadru) সঙ্গে বদনাম দেওয়ার প্ল্যানিং করেছে দুই ভাই।

আরও পড়ুনঃ ব্রেকিং : তিয়াশা অতীত সুন্দরী নায়িকার ষ্টার জলসায় ফিরছেন নীল ভট্টাচার্য, ফাঁস নতুন মেগার নাম

বন্দ্যোপাধ্যায় বাড়িতে এখন পলাশ-প্রতীক্ষার বিয়ের তোরজোড় চলছে। শীঘ্রই আশীর্বাদ হবে দু’জনের। আর সেই দিনই শিমুল এবং শতদ্রুর ওপর গয়না চুরির অপবাদ দেবে পরাগ-পলাশ। ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা গিয়েছে, বাড়ির লোকের সামনে শিমুলের হাত ধরে পরাগ (Parag) বলে, আশীর্বাদের গয়না চুরি করে তুমি বিক্রি করার ধান্দা করেছো?

Kar Kache Koi Moner Kotha Madhubala and Shimul promo

এত বড় অপবাদের পর শিমুল সোজা মধুবালাকে (Madhubala) গিয়ে জিজ্ঞেস করে, তুমি বিশ্বাস করো আমি গয়না চুরি করেছি? তখন ছেলের বিরুদ্ধে গিয়ে মধুবালা জোর গলায় বলেন, আমার বৌমা আর যাই করুক কখনও চুরি করবে না। একথা শুনে পলাশ (Palash) বলে, এটা যদি প্রমাণ করে দিতে পারি তাহলে এক্ষুনি এই বাড়ি ছেড়ে তোমায় বেরিয়ে যেতে হবে।

আরও পড়ুনঃ বিয়ে সারলেন ‘রুক্মিণী’ শ্রীপর্ণা, রইল ‘গাঁটছড়া’ নায়িকার মালাবদল থেকে সিঁদুরদানের ভিডিও সহ অ্যালবাম


এটা বলেই পাশে দাঁড়িয়ে থাকা শতদ্রুর ব্যাগ ধরে টান মারে পলাশ। এরপর সেই ব্যাগ ওল্টাতেই সেখান থেকে সব গয়না পড়তে থাকে। তা দেখে মধুবালা কাঁদতে কাঁদতে বলে, তুমি কি এসব গয়না বিক্রি করে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে চলে যাবে ভেবেছিলে? শাশুড়ির থেকে এত বড় অপবাদ পেয়ে কেঁদে ফেলে শিমুল। কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥